ইউনেস্কোর স্বীকৃতি পেল মাতৃভাষা ইনস্টিটিউট
ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ইউনেস্কোর ক্যাটাগরি-২ ইনস্টিটিউটের স্বীকৃতি লাভ করেছে।
প্যারিসে ইউনেস্কো’র সদরদপ্তরে জাতিসংঘ সংস্থাটির সাধারণ সম্মেলনের চলমান ৩৮তম অধিবেশনে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ অধিবেশনে বক্তৃতায় ইউনেস্কো সাধারণ সম্মেলনের নবনির্বাচিত সহসভাপতি বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দেশের মহান ভাষা আন্দোলনের শহীদের স্মৃতির প্রতি বিশ্ব সম্প্রদায়ের শ্রদ্ধার নিদর্শন হিসেবে নির্মিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে ক্যাটাগরি-২তে উন্নীত করায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইউনেস্কোর সকল সদস্যদেশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ইউনেস্কোর সহযোগিতায় ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রতিষ্ঠা মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণের গুরুত্ব, ভাষাগত বৈচিত্র্য ও বহুভাষা ব্যবস্থার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার প্রকাশ পেয়েছে।
বাংলাদেশের শিক্ষামন্ত্রী তাঁর বক্তৃতায় ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষা করতে গিয়ে পাকিস্তানী শাসকদের বুলেটের আঘাতে অনেক ছাত্রের শহীদ হওয়ার কথা উল্লেখ করেন বলেন, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো সেসব শহীদের আত্মদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের শহীদ দিবস একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।
শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগ ও পৃষ্ঠপোষকতার কথা বিশেষভাবে উল্লেখ করেন।
তিনি বলেন, জাতিসংঘ সংস্থায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মর্যাদা বৃদ্ধির ফলে প্রতিষ্ঠানটির কার্যক্রম অনেক বৃদ্ধি পাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নুর ইস্যুতে রনি: তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে কিছু হবে না
পটুয়াখালী-৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের নুরকে সাংগঠনিকবিস্তারিত পড়ুন
বুধবার ফের অবরোধের ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা
অধিভুক্তি বাতিল করে আলাদা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করতেবিস্তারিত পড়ুন
৩৮তম বিসিএসের ফল কোটামুক্ত প্রকাশ করতে হাইকোর্টের রুল
৩৮তম বিসিএসের ফল কোটামুক্তভাবে পুনর্মূল্যায়ন করে প্রকাশ করতে রুল জারিবিস্তারিত পড়ুন