ইউপি নির্বাচনের প্রথম দফায় ৭৩.৮২ শতাংশ ভোট

দেশজুড়ে অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৭৩.৮২ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (নিক) সচিব মো. সিরাজুল ইসলাম। নির্বাচনের পরের দিন আজ বুধবার সকালে শেরে বাংলানগরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
নিক সচিব বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে ৫০২টি ইউনিয়নের তথ্য এসেছে। এসব ইউনিয়নে মোট ভোট পড়েছে ৭৩.৮২ শতাংশ।
মো. সিরাজুল ইসলাম বলেন, ভোটে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষ করার মতো। এ ছাড়া ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়েছেন এবং ভোট দিয়ে নিরাপদে বাড়িতে চলে গেছেন।
সচিব আরো বলেন, নির্বাচনে পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভালোভাবে দায়িত্বপালন করেছেন।
মো. সিরাজুল ইসলাম জানান, অনিয়মের কারণে প্রথমধাপে ৬৫টি কেন্দ্রের ভোট বন্ধ করা হয়েছে। পরবর্তীতে এগুলোতে ভোটগ্রহণ করা হবে। সাতক্ষীরার বিষয়ে তিনি বলেন, সাতক্ষীরায় ১৪টি কেন্দ্রের ভোট বন্ধ করা হয়েছে। এর মধ্যে ১৩টিতে ভোটের আগের রাতে ব্যালটে সিল মারা হয়েছে।
নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্পর্কে সচিব বলেন, দায়িত্বে অবহেলার কারণে সাতক্ষীরার যেসব কেন্দ্রে অনিয়ম হয়েছে সেখানে দায়ত্বে থাকা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বরখাস্ত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া সাতক্ষীরায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার ও যেসব উপজেলায় নির্বাচন হয়েছে সেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কমিশনে এসে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
অন্য যেসব জায়গায় ভোট বন্ধ করা হয়েছে সেগুলোতেও তদন্ত করে দোষীদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফের সংঘর্ষবিস্তারিত পড়ুন

রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন মোট ১,৬০৪ বারবিস্তারিত পড়ুন