ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮ ফিলিস্তিনির। খান ইউনিস, নুসাইরাত শরণার্থী শিবিরসহ বেশ কয়েকটি জায়গায় বোমা হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী।
সোমবার (১৬ সেপ্টেম্বর) নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি বোমা হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজন ফিলিস্তিনির। এছাড়া, দক্ষিণ পশ্চিম গাজায় একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরাইলি সেনারা। এতে নারী শিশুসহ প্রাণ হারান কয়েকজন। খান ইউনিসের বাস্তুচ্যুত তাবুতেও আগ্রাসন চালায় দখলবাহিনী। সেখানেও শিশুসহ বেশ কয়েকজন নিহত হন।
প্রায় এক বছর ধরে চলছে গাজায় ইসরাইলি সহিংসতা। নেতানিয়াহু বাহিনীর তাণ্ডবে উপত্যকাটিতে চলছে হত্যাযজ্ঞ। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত কোথাও ছুটে গিয়েও মিলছে না একটুখানি নিরাপদ আশ্রয়। অসহায় গাজাবাসী এখন প্রতিনিয়ত গুনছে মৃত্যুর প্রহর।
এ অবস্থায় গাজায় যুদ্ধবিরতি জরুরি হয়ে পড়েছে। কিন্তু, উপত্যকাটিতে যুদ্ধবিরতির আলোচনার জন্য ইসরাইলকে চাপ দিয়ে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র।
এই সংক্রান্ত আরো সংবাদ
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৫৭বিস্তারিত পড়ুন