রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঈদের ছুটিতে রাস্তাঘাট ফাঁকা সাবধান!

ঈদের ছুটিতে রাস্তাঘাট ফাঁকা থাকে। ফাঁকা রাস্তায় অনেকেই গাড়ি ও মোটরসাইকেল চালান বেপরোয়াভাবে। ঘটে দুর্ঘটনা। তাই ছুটির সময়টাতে হতে হবে সচেতন। প্রায় এক বছর হয়ে গেল। এখনো প্রতি সপ্তাহে ফিজিওথেরাপি নিতে হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজ্জাদুল আলমকে। গত বছর ঈদের সময় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে সোনারগাঁও গিয়েছিলেন সাজ্জাদ। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ফেরার পথে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সামনের চাকা লেগে উল্টে যান সাজ্জাদুল। যাত্রাবাড়ী এলাকায় ঘটে দুর্ঘটনাটি। তিনি ও তাঁর বন্ধু গুরুতর আহত হন। বাঁ কাঁধে গুরুতর আঘাত, বাঁ হাতের দুই জায়গায় ভাঙা আর বাঁ পায়ের গোড়ালিতে আঘাত নিয়ে বেঁচে যান তিনি। ছেঁচড়ে পায়ে অনেকখানি মাংস খুবলে উঠে গিয়েছিল। সেই ক্ষত সেরে গেলেও এখনো বাঁ কাঁধ আর গোড়ালির আঘাত সারেনি। ভারী কিছু ধরতে গেলেই কাঁধ থেকে হাত খুলে আসে। গোড়ালির কারণে ঠিকমতো হাঁটতেও পারেন না। চিকিৎসকেরা ওষুধ, বিশেষ ব্যায়াম দিয়েছেন। প্রতি সপ্তাহে ফিজিওথেরাপিও নিতে হয়।

একদিকে ঈদের আনন্দ, আরেক দিকে ফাঁকা শহর। এই সুযোগে ঢাকার রাস্তাগুলোতে কেউ কেউ ‘প্রাণ খুলে’ গাড়ি চালাতে নামেন। ফলাফল—সাজ্জাদুলের মতো দুর্ঘটনা। পুলিশ, হাসপাতাল ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বেপরোয়া গাড়ি ও মোটরসাইকেল চালনার ফলে প্রতিবছর ঈদের ছুটিতেই ঢাকার ফাঁকা রাস্তাগুলোতে ঘটে মারাত্মক সব দুর্ঘটনা। গত বছর ঈদের ছুটিতে দুর্ঘটনায় রাজধানীতে চারজন নিহত হন। আহতের সঠিক হিসাব নেই কারও কাছে। ঢাকার বাইরেও দুর্ঘটনার সংখ্যা কম নয়। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত বছর, ঈদুল ফিতরের তিন দিনে সারা দেশে ৭৮ জন নিহত হয়েছিলেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঈদের তিন দিন বন্ধের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় উচ্চবিত্ত তরুণেরা মোটরগাড়ির শোভাযাত্রা বের করেন। উচ্চ গতিতে গাড়ি চালিয়ে আনন্দের প্রকাশ ঘটান তাঁরা। ফাঁকা রাস্তায় চলে গাড়ি দৌড়ের প্রতিযোগিতা (রেসিং)। গাড়ির চেয়ে বিপজ্জনক হলো মোটরসাইকেল। রাস্তা ফাঁকা পেয়ে বেশি গতিতে মোটরসাইকেল চালিয়ে প্রতি ঈদে অনেক তরুণ হতাহত হন। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের (পঙ্গু হাসপাতাল) তিন বছর আগের এক পরিসংখ্যানে বিষয়টি বোঝা যায়। হাসপাতালটির তথ্য অনুযায়ী, ২০১২ সালের নভেম্বর মাসে ঈদের পাঁচ দিনের ছুটিতে দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে এসেছেন প্রায় সাড়ে ৪০০ জন। এঁদের ১৪০ জনই মোটরসাইকেল দুর্ঘটনায় আহত। ফাঁকা রাস্তায় বেপরোয়া মোটরসাইকেল চালিয়েই এসব দুর্ঘটনা ঘটেছে।

রাজধানীর কাঁটাবনের মোটরসাইকেল সারাই দোকানের মালিক মো. ইউনুস বলেন, প্রতিবছর ঈদের পরপর তাঁর দোকানে দুর্ঘটনায় ভাঙা মোটরসাইকেল সারাতে আসেন অনেকে। এঁদের প্রায় সবাই বয়সে তরুণ। তিনি বলেন, ‘রাস্তা ফাঁকা পাইয়া উড়াধুড়া চালায়। গাড়ি সামলাইতে পারে না। পইড়া নিজেরা মরে, মানুষরে মারে আর গাড়িও ভাঙে।’ তবে ঢাকা মহানগর পুলিশের একজন কর্মকর্তা বলেন, উৎসব-আনন্দ উদ্যাপনে এখন তরুণদের অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন ধরনের মাদক। মাদক সেবন করে উচ্চ গতিতে যানবাহন চালনার ফলে সব ধরনের উৎসবেই কিছু না কিছু দুর্ঘটনা ঘটছে।

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুনতাসীরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঈদের ছুটিতে ফাঁকা ঢাকার জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেবে পুলিশ। এ সময়ের জন্য ট্রাফিক ব্যবস্থাপনাও হবে অন্য সময়ের চেয়ে ভিন্ন। ঈদে তরুণেরা যাতে দ্রুত গতিতে গাড়ি-মোটরসাইকেল না চালান, সে বিষয়ে রোজার শেষের দিকে প্রচারণা চালাবে পুলিশ। আর অভিভাবকদেরও সতর্ক হতে হবে, তাঁরা যেন চালক লাইসেন্স ছাড়া ছেলে-মেয়েদের হাতে গাড়ি বা মোটরসাইকেল না দেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন

নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন

  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
  • চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
  • নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ