ঈদ আনন্দ !! ঈদ আনন্দ !! গেল দু’বছর বিশ্বের বিভিন্ন দেশের ঈদচিত্র দেখুন
রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’—এই খুশি বিশ্বের সব মানুষের জন্য। এ কারণে ঈদ এলে বিশ্বের প্রায় সব দেশে, বিশেষ করে মুসলিমপ্রধান দেশগুলোতে নামে আনন্দের ঢল। ঘরে ঘরে, পথে পথে ছড়িয়ে পড়ে এই আনন্দ। তবে বিভিন্ন দেশে ঈদ উদযাপনে রয়েছে নিজস্ব কিছু রীতি। সেই অনুযায়ী তারা অতিথিদের আদর-আপ্যায়ন ও অনুষ্ঠান করে থাকে।
আওয়ার নিউজ বিডি’র পাঠকদের জন্য গেল দু’বছর বিশ্বের বিভিন্ন দেশের হাসি, আনন্দ আর হৃদয় ভাঙা অশ্রুসিক্ত কিছু ঈদচিত্র তুলে ধরা হলোঃ
522402_567373553320433_425226037_n
পানামা সিটি, পানামা : ছোট্ট শিশুটি গভীর মনযোগ দিয়ে কি দেখছে?
1151035_567387413319047_1814977716_n
রোমানিয়া : ঈদের দিন ঐতিহ্যবাহী স্কার্ফ পরিহিতা রোমানিয়ান এক মহিলা।
1175125_567374893320299_161390547_n
ফিলিস্তিন : এই শিশুটি একটা খেলনা বন্দুক নিয়ে আছে ঈদের দিন। তারা এত বেশী যুদ্ধ বিগ্রহ দেখে যে ছোট থেকেই তাদের মাথায় গেঁথে যায় এইসব। এই ছবিটি আর কয়েকদিন পরে কোন ফেসবুক পেজে উদ্দেশ্যপ্রনোদিত ভাবে ব্যবহার হওয়ার সমূহ সম্ভাবনা আছে।
1011613_567376066653515_948320558_n
বেনগাজী, লিবিয়া : ট্রাডিশনাল পোষাক পরে ঈদ আনন্দ করছে ঘৌড় দৌড়ের মাধ্যমে।
1175107_567376776653444_1294542082_n
লাহোর, পাকিস্তান : লস্কর ই তৈয়্যবা জঙ্গি গ্রুপের প্রধান ঈদের নামাযের পরে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। তার বক্তব্য সেদিন খুব নিকটে যেদিন ফিলিস্তিন, কাশ্মীর ও বার্মার মুসলমানরা স্বাধীন পরিবেশে ঈদ করবে।
1146464_567377949986660_1108233991_n
চীন : পূর্বঞ্চলের এই মুসলিমরা এক মসজিদের প্রাঙ্গণে উৎসবের খাবার খাচ্ছে।
1185784_567378843319904_839455000_n
নয়াদিল্লী, ভারত : মসজিদের বাইরে খাবারের জন্য অপেক্ষা করছে গৃহহীন মানুষেরা।
1095103_567379956653126_555001393_n
তেলাবিব, ইজরাইল : মুসলিম ও ইহুদীরা ঈদের ছুটি কাটাতে গেছে সী বিচে। সংগত কারনে ছবির কিছু অংশ ব্লার করে দিলাম। পাশাপাশি দু’জনের গেট আপে কত ভিন্নতা। একজন পুরোটাই ঢাকা, অন্যজন পুরোটাই খোলা।
998765_567380526653069_112074605_n
নাইজেরিয়া : রাজার দীর্ঘজীবন কামনা করে প্রদর্শনী।
17795_567381239986331_1706078661_n
মরক্কো।
1173797_567381869986268_1634774026_n
শ্রীনগর, কাশ্মীর, ভারত : মায়ের পর্দা সরে গিয়ে ঠেকেছে বাচ্চার জন্য।
1185254_567382909986164_174952627_n
শ্রীনগর, কাশ্মীর, ভারত : হিন্দু উগ্রপন্থীরা প্রাদেশিক সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এর আগে তারা কিছু দোকান পাট ভাংচুর করে। একটা উৎসবের দিনও তারা শান্ত থাকতে পারে না। বিশ্ব থেকে এই ধর্মীয় উগ্রবাদ নিপাত করতে হবে।
999183_567383673319421_1785471786_n
ব্রুকলিন, নিউ ইয়র্ক, ইউ এস।
578376_567384303319358_301094951_n
কোন দেশ? ঠিকই ধরেছেন, পাকিস্তান! আহত পুলিশ সদস্যকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ঈদের দিন এক আত্মঘাতী বোমা হামলায় ৩৮ জন নিহত ও ৫০ এর অধিক আহত হয়। এক জাতি বটে পাকিস্তান!
1157490_567385269985928_916403568_n
করাচী, পাকিস্তান : যে জাতির এমন শিল্প মনন আছে তারা ধর্মীয় কারনে এত উন্মাদ হয় কি করে?
644271_567385886652533_1835050922_n
লন্ডন, ইংল্যান্ড : পার্কে বসে ঈদ উদযাপন।
1003219_567386253319163_1632716693_n
বেইজিং, চীন : এক শিশু মনযোগ দিয়ে দেখছে।
1095003_567408556650266_631866146_n
নিউইয়র্ক, ইউ এস : বাঙ্গালী শিশুদের ঈদ আনন্দ।
1170696_567387029985752_326768469_n
নয়াদিল্লী, ভারত : ঈদের নাময আদায়।
1174577_567388383318950_604978055_n
শ্রীনগর, কাশ্মীর, ভারত : ঈদের দিনো সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এক মহিলাকে সরিয়ে নেয়া হচ্ছে।
1150314_567389239985531_701770772_n
কোপেনহেগেন, ডেনমার্ক : ঈদের জন্য সাজছে এক শিশু।
998946_567389759985479_1298734384_n
কায়রো, মিশর : মুসলিম ব্রাদারহুডের ঈদ।
1004853_567390063318782_1586930143_n
মালাক্কা, মালয়েশিয়া : ঈদ কোলাকুলি।
998284_567390456652076_810171901_n
ক্যালিফোর্নিয়া, ইউ এস : মহিলাদের ঈদ জামাতেও চলছে ফটোসশন।
1175664_567391283318660_1087766293_n
আফঘানিস্তান : এক হামলায় প্রায় ১৪ জন মহিলা নিহত হয়। এ মৃত্যু উপত্যকায় ঈদের দিনটিও নিরাপদ নয়।
1185047_567391773318611_1625436851_n
ফ্রান্স।
1185489_567392076651914_1119540362_n
হায়দারাবাদ, ভারত : ইন্ডিয়ান নকশা।
এই সংক্রান্ত আরো সংবাদ
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৫৭বিস্তারিত পড়ুন
কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে ডান কানে বড় ব্যান্ডেজ নিয়েই অংশবিস্তারিত পড়ুন