শনিবার, জুলাই ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

উয়েফার বিরুদ্ধে মামলার হুমকি বার্সেলোনার

ইউরোপের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনা বরাবরই বহন করে এসেছে কাতালোনিয়া জাতীয়তার পতাকা। সাম্প্রতিক সময়ে বার্সা সমর্থকরা জোরেশোরে আওয়াজ তুলেছিলেন কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে। তবে দর্শকের এই আচরণ মেনে নিতে পারেনি ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। ফলে বার্সেলোনাকে দুই দফা পড়তে হয়েছে জরিমানার মুখে। উয়েফার এ সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ হয়েছেন বার্সার সভাপতি জোসেফ মারিয়া বার্তেমোউ। অন্যায়ভাবে শাস্তি আরোপের জন্য উয়েফার বিরুদ্ধে মামলা করারও হুমকি দিয়েছেন তিনি।

গত সেপ্টেম্বরে বায়ার লেভারকুসেনের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে কাতালোনিয়ার পতাকা নিয়ে মাঠে এসেছিলেন বার্সার সমর্থকরা। এ জন্য ৪০ হাজার ইউরো জরিমানা করা হয়েছিল বার্সাকে। গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের সময়ও একই কারণে ৩০ হাজার ইউরো জরিমানা গুনতে হয়েছে দুবারের ট্রেবলজয়ীদের।

উয়েফার নিয়ম অনুযায়ী মাঠে ‘রাজনৈতিক, মতাদর্শিক, ধর্মীয়, আক্রমণাত্মক ও উসকানিমূলক কোনো বার্তা’ দেওয়া নিষিদ্ধ। স্বাধীন কাতালোনিয়ার দাবি তোলাকে হয়তো রাজনৈতিক দাবি হিসেবেই বিবেচনা করেছে উয়েফা। কিন্তু বার্সা সভাপতি বার্তেমোউয়ের কাছে বিষয়টি স্বাধীন মত প্রকাশের অধিকারের প্রশ্ন। রোববার ক্লাবের বার্ষিক সাধারণ সভায় তিনি বলেছেন, ‘যথেষ্ট হয়েছে। তারা আমাদের গণতন্ত্রের মৌলিক জায়গাটিকে ঝুঁকির মুখে ফেলছে। আর সেটা হলো, মত প্রকাশের স্বাধীনতা। উয়েফা বার্সাকে জরিমানা করছে একটা প্রতীক, কাতালোনিয়ার স্বাধীনতার পতাকা বহনের জন্য। এটা কোনো সহিংসতার উসকানি দেয় না। এটা কোনো নিষিদ্ধ কিছুও না। এটা বার্সেলোনা সমর্থক ও কাতালানদের স্বকীয় পরিচয়ের অনুভূতি প্রকাশ করে।’

উয়েফার এই নিষেধাজ্ঞা ও শাস্তি আরোপের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বার্তেমোউ বলেছেন, ‘আমরা উয়েফার আপিল কমিটিতে যাব এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে। সেখানে যদি আমাদের আপিল গ্রহণ করা না হয়, তাহলে আমরা যাব ক্রীড়াবিষয়ক আদালতে। এমনকি সেখানেও যদি আমাদের আর্জি না শোনা হয়, তাহলে আমরা সুইজারল্যান্ডের উচ্চ আদালতে যাব। আর যদি প্রয়োজন হয়, তাহলে মানবাধিকারবিষয়ক ইউরোপিয়ান আদালতেও যাব।’

গত রোববার ন্যু ক্যাম্পে এইবারের বিপক্ষে বার্সার লা লিগার ম্যাচ দেখতে এসেও মত প্রকাশের অধিকার দাবি করে স্লোগান দিয়েছিলেন বার্সেলোনার সমর্থকরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম আকরাম

টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত বোলার মুস্তাফিজুর রহমান। কাটার, স্লোয়ারে প্রতিপক্ষের ব্যাটারদেরবিস্তারিত পড়ুন

দিয়াগো কস্তার বীরত্বে কোয়ার্টার ফাইনালে উঠল পর্তুগাল

অতিরিক্ত সময়ে পেনাল্টি পেয়েও ব্যর্থ হন দলের সেরা তারকা ক্রিস্তিয়ানোবিস্তারিত পড়ুন

শান্তর অধিনায়কত্ব নিয়ে বিসিবি যা ভাবছে

চলতি বছরের ফেব্রুয়ারিতে সব ফরম্যাটের জন্য বাংলাদেশ দলের নেতৃত্ব পানবিস্তারিত পড়ুন

  • চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
  • প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিতে আফগানিস্তান
  • সেমিফাইনাল নিশ্চিতের মিশনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড
  • আবারও বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
  • বৃষ্টির পর অস্ট্রেলিয়া শিবিরে রিশাদের জোড়া আঘাত
  • টি-টোয়েন্টি বিশ্বকাপে ছক্কা হাঁকানোর তালিকায় সেরা দশে হৃদয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটএ বাংলাদেশের ম্যাচ
  • আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারালো ওয়েষ্ট ইন্ডিজ
  • নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
  • অস্ট্রেলিয়ার জয়ে ইংল্যান্ড সুপার এইটে
  • বিশ্বকাপে একমাত্র ক্রিকেটার হিসেবে যে রেকর্ড গড়লেন সাকিব