এইচবিও সিরিজের ‘গালর্স’ শো-তে ওবামা কন্যা ম্যালিয়া
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বড় কন্যা ম্যালিয়া ওবামা সম্প্রতি এইচবিও সিরিসের ‘গার্লস’ নামের এক অনুষ্ঠানে ‘সামার জব’ করতে ঢুকেছেন। শোনা যায় ওবামার এই বড় কন্যাটি যাঁর দিন কয়েক আগেই সতেরো বছরের জন্মদিন পালন করা হল, তাঁর টিভি ও সিনেমা সংক্রান্ত বিষয় আগ্রহ রয়েছে। সূত্রের তরফে জানা গেছে, আগামী বছর গ্র্যাজুয়েট হওয়ার পর এবিষয় নিয়েই কাজ করতে চান ওবামা কন্যা। কিন্তু মেয়ের এই ধরণের যৌন উত্তেজনামূলক শোয়ের প্রতি আকর্ষণ দেখে, কিঞ্চিত হলেও চিন্তিত ওবামা দম্পতি।
সূত্রের তরফে জানা গেছে, ম্যালিয়াকে ‘গার্লস’ শোটির শ্যুটিং চলাকালীন বিভিন্ন আউটডোর শ্যুটে দেখা গেছে। এই শোয়ের শ্যুটিং হয়েছে ব্রুকলিন হিপস্টার রেঁস্তোরা, অরোরা রেঁস্তোরায়। মেয়ের এই ছবি পরিচালনা ও সিনেমা নিয়ে আগ্রহ প্রসঙ্গে মিসেল বলেছেন, তিনি জানেন তাঁর মেয়ে এবিষয় খুবই আগ্রহী। ম্যালিয়া তাঁর বাবার মতোই বই পড়তে, সিনেমা দেখতে খুব ভালোবাসেন। তবে মিসেলের দাবি, মেয়েকে এখন কলেজে পড়াশোনা করে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। তাঁর আগ্রহের জায়গাটা সে ধীরে ধীরে অন্বেষণ করতে পারবে দাবি ওবামা পত্নীর।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন