এইমাত্র জানা গেল আজ মুস্তাফিজ না খেলার আরেকটি কারণ
আইপিএল মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ। অথচ একাদশে নেই মুস্তাফিজ। নিশ্চয়ই মুস্তাফিজের কোটি ভক্ত আশাহত হয়েছেন। হওয়াটাই স্বাভাবিক। পুরো টুর্নামেন্টে যিনি আলো ছড়িয়ে আসছেন অথচ মহা গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে রাখা হলো না মুস্তাফিজকে। তবে কেন?
বৃহস্পতিবার নকআউট ম্যাচে গুজরাট লায়ন্সের বিপক্ষে টস শেষে মুস্তাফিজের দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার জানালেন, মুস্তাফিজ হালকা হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। যে কারণে তার জায়গায় আরেক বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্টকে একাদশে নেয়া হয়েছে।
আরেকটি কারণ হচ্ছে, গত দুই মাসে একটি ম্যাচও খেলেননি কিউই পেসার ট্রেন্ট বোল্ট। আজ নকআউট ম্যাচ। এই ম্যাচে যারা জিতবে তারাই খেলবে ফাইনালে। আর যারা হারবে তাদের বিদায় নিতে হবে। সে কারণেই হয়তো টিম ম্যানেজমেন্ট ট্রেন্ট বোল্টকে সুযোগ দিয়েছে।
মুস্তাফিজুর রহমান এর আগে হায়দ্রাবাদের হয়ে প্রতিটি ম্যাচেই খেলেছেন। ১৫টি ম্যাচ খেলে ১৬টি উইকেট নিয়েছেন তিনি। সেরা উইকেটশিকারীদের তালিকায় মুস্তাফিজ একটু পিছিয়ে থাকলেও ইকোনোমি রেটের দিক থেকে এগিয়ে রয়েছেন। ১৫ ম্যাচে মুস্তাফিজের ইকোনোমি রেট ৬.৭৩।
লিগ পর্বে ১৪টি ম্যাচ খেলে আটটিতে জিতে পয়েন্ট তালিকায় তৃতীয় অবস্থানে ছিলো হায়দ্রাবাদ। এলিমিনেটর ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে তারা আজ গুজরাট লায়ন্সের বিপক্ষে কোয়ালিফায়ার-২ ম্যাচ খেলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন