এই সিনেমাটি দেখতে ডাক্তারি সার্টিফিকেট লাকবে
Saw’, ‘Hostel’-এর মত হলিউড সিনেমা দেখে কী আপনার গা গুলিয়ে ওঠে? কিংবা ‘Evil Dead’-এর মত সিনেমা দেখে কী ভয়ে লাগে? হলিউডের এক পরিচালক কিন্তু দাবি করছেন তার সিনেমা দেখলে বাকি সব সাইকো থ্রিলার, ভয়ের সিনেমার কথা ভুলে যাবে মানুষ।
‘The 17th Door in Tustin, California’-নামের এই সিনেমা এতটাই ভয়, আর নৃশংসতায় ভরা যে হলে এই সিনেমাটা দেখতে হলে আগে জমা দিতে হচ্ছে ডাক্তারের ফিট সার্টিফিকেট। ফিট সার্টিফিকেট খতিয়ে দেখার পর তবে দেখার ছাড়পত্র পাওয়া যাচ্ছে এই সিনেমার।
অনেকে আবার দাবি করছেন, সিনেমাটি পুরো দেখার আগেই হল ছেড়ে চলে আসতে হচ্ছে। সিনেমার শুরুতেই দেখানো হচ্ছে, সিনেমাটা দেখতে দেখতে আপনার কিছু হলে আমরা দায়ী নই।
একটা হানাবাড়ির ঘরে ১৭টা দরজা। ঘরের মধ্যে লুকিয়ে আছে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তিনিই চ্যালেঞ্জ নিয়েছেন ৪০ মিনিট সেই ঘরে কেউ থেকে দেখান। পুরো সিনেমাটি ৪০ মিনিটের।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন