একটা জয় দলের সব কিছু বদলে দিতে পারে: মাশরাফি

ঢাকা পর্বের চার ম্যাচের চারটিতেই হার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। তবে চট্টগ্রামে একটা জয় দলের সব কিছু বদলে দিতে পারে বলে মনে করেন মাশরাফি।
বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার মাঠে অনুশীলন শেষে একথা বলেন তিনি। একটা জয় ব্যাটসম্যান বোলারদের মাথা খুলে দেবে বলে জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি মুর্তজা।
তিনি বলেন: একটা জয় সব কিছু বদলে দিবে। তখন যেখানে গ্যাপ আছে তা কাভার হয়ে যাবে। অনেক সময় এ ধরণের টুর্নামেন্টে একটা জয় ব্যাটসম্যান বোলারদের মাথা খুলে দেয়। আমাদের চেষ্টা করতে হবে ভালো খেলার। যেহেতু কোন কিছুই আমাদের পক্ষে আসে নাই, তাই হারানোর কিছু নেই। এখন ফাইট করতে হবে মাঠে। একটা ম্যাচ যদি জিততে পারি তাহলে হয়তো ডিফরেন্ট সিনারি হবে। সো এই মুহূর্তে একটা জয় পেলে আমাদের জন্য অনেকটা সহজ হতো। এখন কাজটা কঠিন মনে হচ্ছে, একটা জয় পেলে সহজ মনে হবে।
দলের পরাজয়ে নিদিষ্ট কোন কারণ আছে কি না এ সম্পর্কে ম্যাশ বলেন: ক্লিয়ারলি আমরা ব্যাটিংয়ে আপ টু দ্যা মার্ক ছিলাম না। শেষ ম্যাচে অবশ্য বোলিংও ভালো হয়নি। এখন আমরা এমন এক পজিশনে যে হারানোর কিছু নেই। চেষ্টা করতে হবে সেরাটা খেলার। অনেক সময় হয় এ রকম যখন প্রেসার থাকে না, যখন স্পেকট্যাশন তখন প্রেসার থাকে। এখন স্পেকট্যাশন নেই, সো প্রেসারটা অনেক কম থাকবে। তাই ওই জায়গা থেকে যদি পারফর্ম করতে পারি তাহলে হয়তো ভালো হতে পারে।
ক্যাপ্টেন হিসেবে চ্যাম্পিয়ন টিমকে নেতৃত্ব দেওয়া কঠিন মনে হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে ভিক্টোরিয়ান্স দলনেতা বলেন: লাইফ তো সব সময় এক রকম চলে না। অনেক সময় কঠিন হয়। এটা নতুন চ্যালেঞ্জ, লাস্ট ইয়ারের কথা আসলে পেছনে যা ফেলে এসেছি, তা নিয়ে আমি ভাবি না।
রংপুরের বিপক্ষে শুক্রবার নতুন কিছু করবেন কিনা যাতে আগের ম্যাচের ভুল শুধরে নেওয়া যায় এমন প্রশ্নে মাশরাফি বলেন: নতুন কিছু ট্রাই করার নেই। কারণ যারা আছে তারা যদি পারফর্ম না করে, তাহলে নতুন কিছু দিয়ে তো হবে না। যারা আছে তারা যদি পারফর্ম করে, তবে মনে হবে যে নতুন কিছু হয়েছে। নতুন কিছু করার আসলে কিছু নেই।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন