শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

একটি শিশুর অব্যক্ত আর্তনাদ, করুণ আকুতি…

আমরা বাংলাদেশী জাতি বড় আবেগপ্রবণ.. খুব অল্প কিছুতে যেমন আনন্দিত হয়ে উঠে উৎসবের আমেজে মিশে যাই তেমনি খুব সহজে দুঃখ, কষ্ট, ক্ষোভে ফেটে পড়ি!!

এইতো কয়েক সপ্তাহ আগের একটি ঘটনা.. ক্ষুধার্ত দুজন শিশুর খাবার চুরির অভিযোগে গণপিটুণির শিকার এবং তা একজন ফটোগ্রাফারের ক্যামেরাবন্দী হতে সক্ষম হয় …. আমাদের অন্তরাত্মা কেঁপে উঠে সেই ছবি দেখে.. ব্যক্তিগত ভাবে বা সাংগঠনিক ভাবে অনেকে খোঁজ নিতে চেষ্টা করি তাদের, অন্ততঃ দুবেলা দুমুঠো ভাতের নিশ্চয়তা দেবার আশায়। দুর্ভাগ্যজনক ভাবে শিশুদের সন্ধান মিলেনি, তারপরও অনেকেই থেমে নেই.. একের পর এক পোস্ট আসছে তাদের সন্ধান চেয়ে বা ঘৃনা প্রকাশ করে। এটা আশার কথা যে আমাদের বিবেক এখনও জাগ্রত, আমরা এখনও নির্মমতা দেখে শিউরে উঠতে জানি, প্রতিবাদী হতে জানি।।

ক্ষুধার্ত দুজন শিশুকে নিষ্ঠুরভাবে যারা প্রহার করেছিলো তাদের চেহারা ছবিতে স্পষ্ট.. তাই আমরা সেখানে নিজেদের অনুপস্থিতি মিলিয়ে নিতে পারি, খুঁজে পাই ঘটনায় নিজের নির্দোষ হবার প্রমান!! আমরা বিপুল বিক্রমে আক্রমণাত্বক হয় উঠি নিষ্পাপ শিশুদের সাথে এ্মন হীন নির্মম আচরনকারীদের প্রতি………

আমরা কি জানি, আমাদের চারপাশে প্রতিদিন এমন অনেক ছবির সৃষ্টি হচ্ছে যে সব ছবির অদৃশ্য আক্রমণকারী, প্রহারকারীদের মাঝে আপনার, আমার, আমাদের সকলের ছবি বড় বেশি স্পষ্ট??

পহেলা বৈশাখে উৎসব আমেজের মাঝে তোলা এই ছবিটি প্রহৃত শিশুদের ছবিটির চেয়ে হাজার গুন বেশি শক্তিশালী ও নির্মম মনে হয়েছে!!

পরিবারের শিশুরা বোধহয় সবচেয়ে মূল্যবান সদস্য। মা বাবা হয়তো নিজের সখের বা প্রয়োজনের জিনিসের জন্য খরচ করবেন কিনা তা নিয়ে দীর্ঘদিন ভাবেন, অথচ শিশুর জন্য যেনো কোন কিছুই অতিরিক্ত মূল্যবান নয়… সন্তানের মুখের হাসির কাছে সবকিছু ম্লান হয়ে যায়।

উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত.. সমাজের যে কোন শ্রেনীর পরিবার নিজের সাধ্যমতো সন্তানকে আগলে রাখে। একজন বস্তিবাসী দিনমজুরও তাঁর মাথার ঘামা পায়ে ফেলা উপার্জন দিয়ে কন্যার জন্য মালা, দুলের মতো সৌখিন সামগ্রী কিনে আনেন, গৃহপরিচারিকা গৃহকর্ত্রীর কাছ থেকে কখনও পেয়ে কখনও চেয়ে ছেলের জন্য একটা সুন্দর জামা বা খেলনা নিয়ে এসে অপার আনন্দ লাভ করেন।
এটাই বাবা মা’র ভালোবাসা, এমনটা যেকোন শিশুর মৌলিক অধিকার…

অথচ, এই শিশু এমনই হতভাগ্য যে এই সামান্য নিরাপত্তা, স্নেহভালোবাসা দিয়ে মুড়িয়ে রাখার কেউ নেই তার পাশে..

আপাতঃ দৃষ্টিতে একজন মানসিক ভারসাম্যহীণ মা, রুটির টুকরো তুলে দিতে চাইছে সামনে উপবিষ্ঠ অবোধ শিশুর মুখে.. আর সেই শিশু এক অসহায়, করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আপনার, আমার দিকে।
ভালো করে লক্ষ্য করলে বুঝতে কষ্ট হয়না এই একজোড়া নিষ্পাপ চোখের করুণ দৃষ্টিতে কি ভীষণ অসহায়ত্ব আর মিনতি জড়িয়ে আছে। অবোধ শিশু মুখ ফুটে বলতে না পারলেও যেনো দৃষ্টি দিয়ে ভিক্ষে চাইছে একটি সুস্থ সুন্দর জীবন.. যেনো বলতে চাইছে; “মা আমার নিজেই বড় অসহায়, এক অন্ধকারাচ্ছন্ন অনিশ্চিত অবধারিত জীবনের শংকায় আমি ভীষণ ভীত. তোমরা আমাকে একটু বাঁচার অধিকার দাও, একটি আলোকিত জীবনের পথ করে দাও””।

যে শিশুদের আমরা খুঁজে পাইনা তাদের নিয়ে আজ আমরা বড় বেশি বিচলিত, অথচ আমদের সামনে পথে ঘাটে এর চেয়েও করুন, আর বাস্তবতার নিষ্ঠুর কষাঘাতে জর্জরিত শিশুরা আমাদের দিকে তাকিয়ে সাহায্য চাইছে.. আমরা তা দেখেও না দেখার ভান করে এড়িয়ে যাই। যেনো এই এড়িয়ে যাবার মাঝেই আমাদের দায়িত্বপালন আর দায়বদ্ধতার পরম মুক্তি।

ছবির এই শিশুটির ভবিষ্যত সহজে অনুমেয়.. শিশুটি ব্যবহৃত হবে ভিক্ষার অস্ত্র হিসেবে, অধিক আয়ের আশায় হয়তো তাকে বিকলাঙ্গও করে দেয়া হবে। আর ভাগ্যগুনে শারিরিক বিকলাঙ্গতা থেকে বেঁচে গেলেও নয়/দশ বছর বয়স(হয়তো তার চেয়েও কম) থেকেই সে হবে একপাল নরপশুর নারকীয় লালসা আর জৈবিক চাহিদা মিটানোর শিকার.. এক সময় সেও হয়তো মায়ের মতো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে অথবা বেঁচে থাকার জন্য আপন করে নিবে অন্ধকাচ্ছন্ন এক অভিশপ্ত পথ!!
উপরের যে কোন একটি যে তার জীবনের পরিনতি তা জানতে কোন জ্যোতিষ শাস্ত্রের প্রয়োজন হয়না।

আমার উদ্বেগ দেখে ঘনিষ্ঠবন্ধু বলেই বসলেন যে তাঁকে যেহেতু বাংলাদেশে প্রতিদিন এমন দৃশ্য দেখতে হয়, এই ছবি তাঁকে আলোড়িত করছেনা।

তাঁর বক্তব্য রূঢ় হলেও বাস্তবতা এ কথা মানি, শুধু আমরা এটা ভুলে যাই যে এই বাস্তবতাটা আমদেরই সৃষ্টি!
এমন দৃশ্য বাংলাদেশের পথে ঘাটে খুব বিরল নয়। সমস্যা হলো আমরা এসব দৃশ্য স্বাভাবিক ভাবে নিতে এতোটাই অভ্যস্ত হয়ে পড়েছি যে কেউ এসব নিয়ে ভাবতে গেলে তা নিতান্তই আদিখ্যেতা মনে হয়। আমাদের এই ভাবনাটা, এই মানসিকতা আমাদের সমাজ, রাষ্ট্রতন্ত্রকে ইগনোরন্টে করে রেখেছে.. তারা এসব বিষয়ে নিজেদের কোন দায়িত্ববোধ করেননা, এসব তাদের মাথা ব্যাথা নয়… এমনটা থাকবেই তাই এটা সমাধানের মতো কোন সমস্যা নয়।

এধরনের দৃশ্য মেনে নিতে অ্ভ্যস্ত হয়ে পড়েছি, আজ বাংলাদেশে এটাই স্বাভাবিক.. আজ দেশজুড়ে ধর্ষন আর হত্যার যে নারকীয় উৎসব তাও আমরা স্বাভাবিক ভাবে মেনে নেবার প্রক্রিয়ায় আছি, সেদিন হয়তো দুরে নয় যখন আমাদের চোখের সামনে, হয়তো উৎসব মুখর পহেলাবৈশাখেই সকলের সামনে ধর্ষনের ঘটনা ঘটবে, আমরা স্বাভাবিক ঘটনা ভেবে দৃষ্টি সরিয়ে নিবো। খুব বেশি হলে হয়তো ধর্ষিতার আর্তচিৎকারে বিরক্ত হবো!!!

আমি জানিনা এই ছবি এভাবে আলোড়িত করেছে কেনো!!
ছবিটি দেখে ভয়ংকর মানসিক চাপের কাছে নতি স্বীকার করতে হয়… শিশুটিকে সহজে নিয়ে আশ্রয়ের ব্যবস্থা করা যায়, এতীমখানা, অথবা হয়তো কোন ধানাঢ্য পরিবারে(দেশে অথবা বিদেশে) দত্তক…তবে তাকে মাতৃস্নেহ’র মতো অমূল্যসম্পদ থেকে বন্চিত করতে ইচ্ছে করছিলোনা। শুধু তাই নয়, ভদ্রমহিলা এভাবে পথে পরে থাকলে আজ এই শিশুর ব্যবস্থা করলেও আগামীতে এমন আরেকজনের জন্ম দিবেন তা প্রায় নিশ্চিত ভাবে বলা যায়! খোঁজ নিতে চেষ্টা করি এমন কোন প্রতিষ্ঠানে ভদ্রমহিলার পূণর্বাসন সম্ভব কিনা… দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে এমনকোন প্রতিষ্ঠানের সন্ধান এখনও পাইনি!

লেখক:মানবী 

এই সংক্রান্ত আরো সংবাদ

কল-কারখানায় কোনো শিশুশ্রম নেই: প্রতিমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, প্রতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার

যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন

শিশুর স্কুল থেকে শেখা বদভ্যাস থামাবেন যেভাবে

স্কুল থেকে শিশুরা জীবনের দিকনির্দেশনা পেয়ে থাকে। প্রয়োজনীয় বিভিন্ন নিয়মকানুনবিস্তারিত পড়ুন

  • শিশুকে ‘ডব্লিউ পজিশনে’ বসতে বারণ করুন
  • ছুটিতেও চলুক জ্ঞানচর্চা
  • রাতে জন্ম নেয়া শিশুরা কেন ব্যতিক্রম? জেনে নিন
  • রাতে জন্মানো শিশুরা যেমন হয়
  • ধুলায় বাড়ছে শিশুর কাশি; কী করবেন?
  • বিশেষ যত্নে বড় করুন প্রতিবন্ধী শিশুকে
  • আপনার যে ভুলে সন্তান ক্লাসে অমনোযোগী!
  • যেভাবে আপনার কন্যা শিশুটির ক্ষতি করছে এ যুগের খেলনা
  • ‘আমি স্বাধীনতা দেখমু, আমি যুদ্ধ করুম’
  • শীতে শিশুর প্রস্তুতি
  • শিশুর নাকে পানি ঝরার সমস্যায় কী করবেন?
  • শীতে নবজাতকের যত্নে কী করবেন