এখনও দুর্বলতা কাজ করে, সাবেক প্রেমিকের প্রতি
‘টাইটানিক’ ছবিতে লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে জুটি বেঁধে কাজ করে অভিনেত্রী হিসেবে আকাশছোঁয়া সাফল্য পান কেট উইন্সলেট। ছবিটি ব্যবসা সফলতা ও দর্শকপ্রিয়তায় ইতিহাস গড়ে।
সেই ছবির পর ডিক্যাপ্রিওর সঙ্গে কেটের একটি ঘনিষ্ঠ প্রেমের সম্পর্কও গড়ে ওঠে। তবে সেই সম্পর্ক খুব বেশিদূর এগোয়নি। এরপর নিজেদের মতো করে কাজ করে গেছেন এই দুই তারকা।
তবে সাবেক প্রেমিকের প্রতি এখনও দুর্বলতা কাজ করে কেটের। আর সেটাই তিনি সম্প্রতি নিজের সাক্ষাৎকারের মাধ্যমে জানিয়েছেন। সম্প্রতি কেট উইন্সলেট একটি সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, ডিক্যাপ্রিও শুধু অসাধারণ একজন অভিনেতাই নন, অত্যন্ত ভালো মনের একজন মানুষ।
আমি হলিউডে কাজ করতে গিয়ে যে কজন মানুষের সঙ্গে মিশেছি তার মধ্যে ডিক্যাপ্রিও সেরা। তার সঙ্গে একটা সময় ঘনিষ্ঠ সম্পর্কও ছিল আমার।
এটা সবারই জানা। সেই সম্পর্ক এখন নেই, কিন্তু তার প্রতি আমি এখনও দুর্বল। এর মানে এই নয় যে, আমি আবার সম্পর্কে ফিরতে যাচ্ছি। তার কোনো সম্ভাবনাই নেই। তবে এটা চরম সত্যি একটি কথা।
এদিকে ডিক্যাপ্রিও তার দীর্ঘ ক্যারিয়ারে সেরা অভিনেতা হিসেবে পাঁচ পাঁচবার মনোনয়ন পেয়েছেন। কিন্তু অস্কার পুরস্কার তার ভাগ্যে জোটেনি। বিষয়টি নিয়ে কেট বলেন, এটা দুর্ভাগ্যজনক ঘটনা। কারণ তার মতো অভিনেতার অবশ্যই অস্কার পাওয়া উচিত।
আমি মনে করি ডিক্যাপ্রিও হলিউডের সবচেয়ে পরিণত অভিনেতা। তার চোখে মুখে অভিনয়। এমনটা এখন খুঁজে পাওয়া মুশকিল। এবারও অস্কার মনোনয়ন সে পেয়েছে ‘দ্য রেভিনেন্ট’ ছবির জন্য। আমার বিশ্বাস এবার ঠিকই ডিক্যাপ্রিও অস্কার জিতে নেবে। আর সেটা হলে আমার চাইতে খুশি আর কেউ হবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন
বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
বলিউড অভিনেতা অজয় দেবগন এবং কাজলের কন্যা নাইসা দেবগন সেইবিস্তারিত পড়ুন