এতিমের টাকা আত্মসাৎকারীদের বিচার হবেই : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা এতিমের টাকা আত্মসাৎ করেছে, মানুষ পুড়িয়ে মেরেছে এবং যুদ্ধাপরাধীদের মদদ দিয়েছে তাদের বিচার হবেই।
আজ বুধবার সকালে গণভবনে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতারা সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শ্রমিক লীগ নেতাদের সঙ্গে এ মতবিনিময়ে প্রধানমন্ত্রী সংগঠনটির অতীত ঐতিহ্য ও দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের অবদানের কথা তুলে ধরেন।
শ্রমিকদের কল্যাণে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সব কাজেই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। সেই সঙ্গে তিনি জানান, দেশে-বিদেশে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নিজের মামলা মোকাবিলা করার অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানতে চান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কেন আদালতে যেতে চান না? তিনি জানান, যুদ্ধাপরাধীদের যারা মন্ত্রী বানিয়েছে তাদেরও বিচার হবে।
সরকারপ্রধান বলেন, তাঁর সরকার উন্নয়ন করছে মনের টানে, দায়িত্ববোধ থেকে। সরকারের এ উন্নয়নকাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেজন্য শ্রমিক লীগ নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
যে কারণে নতুন বছরের প্রথম দিনেও বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম
নতুন বছরের প্রথম দিনেও স্বর্ণের দাম বেড়েছে আউন্সপ্রতি ১৮.২৫ ডলার।বিস্তারিত পড়ুন
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ২ ভারতীয় নাগরিক আটক
অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ২ জন ভারতীয়বিস্তারিত পড়ুন
দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এলো ডিসেম্বরে
একক মাস হিসেবে সদ্যবিদায়ী বছরের ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৬৩বিস্তারিত পড়ুন