এতিমের টাকা আত্মসাৎকারীদের বিচার হবেই : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা এতিমের টাকা আত্মসাৎ করেছে, মানুষ পুড়িয়ে মেরেছে এবং যুদ্ধাপরাধীদের মদদ দিয়েছে তাদের বিচার হবেই।
আজ বুধবার সকালে গণভবনে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতারা সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শ্রমিক লীগ নেতাদের সঙ্গে এ মতবিনিময়ে প্রধানমন্ত্রী সংগঠনটির অতীত ঐতিহ্য ও দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের অবদানের কথা তুলে ধরেন।
শ্রমিকদের কল্যাণে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সব কাজেই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। সেই সঙ্গে তিনি জানান, দেশে-বিদেশে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নিজের মামলা মোকাবিলা করার অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানতে চান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কেন আদালতে যেতে চান না? তিনি জানান, যুদ্ধাপরাধীদের যারা মন্ত্রী বানিয়েছে তাদেরও বিচার হবে।
সরকারপ্রধান বলেন, তাঁর সরকার উন্নয়ন করছে মনের টানে, দায়িত্ববোধ থেকে। সরকারের এ উন্নয়নকাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেজন্য শ্রমিক লীগ নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
তারেক রহমান: ভোটের অধিকার নিশ্চিত না হলে বাজার সিন্ডিকেট মুক্ত করা অসম্ভব
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “স্বৈরাচার বা ফ্যাসিবাদমুক্ত পরিবেশেওবিস্তারিত পড়ুন
জামায়াত সেক্রেটারি: দেশে আরেকটি বিপ্লব হবে, সেটি হবে ইসলামি বিপ্লব
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “৫ আগস্টেরবিস্তারিত পড়ুন
ফখরুল: বাংলাদেশে এখন গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না
বাংলাদেশে এখন গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না বলে মন্তব্যবিস্তারিত পড়ুন