এবারেও ব্যর্থ হলেন সালমান
বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর সালমান খান। তাই কবে বিয়ে করছেন? এই প্রশ্নটা প্রায়ই শুনতে হয় তাকে।
কিছুদিন আগে এর উত্তরে সালমান জানিয়েছিলেন, ১৮ নভেম্বর বিয়ে করবেন তিনি। কিন্তু কোন বছর তা জানাননি এই অভিনেতা।
আজ ১৮ নভেম্বর, কিন্তু এখনো সালমানের বিয়ের খবর পাওয়া যায়নি। এ বছরও নিজের ব্যাচেলর তকমাটা বাদ দিতে ব্যর্থ হলেন এ তারকা।
এর আগে চলতি বছরের জুলাইয়ে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার আত্মজীবনী ‘এস অ্যাগেইনস্ট অডস’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে সালমানকে তার বিয়ে নিয়ে প্রশ্ন করেছিলেন সানিয়া। এ টেনিস তারকা সালমান খানকে বলেন, ‘সবাই জানতে চান আপনি কবে বিয়ে করবেন?
প্রশ্ন শুনে কিছুটা লজ্জিত হয়ে সালমান উত্তর দেন, ‘১৮ নভেম্বর।’ তিনি আরো বলেন, ‘হ্যাঁ, ১৮ নভেম্বর বিয়ে করব। তবে কোন ১৮ নভেম্বর তা জানা নেই। গত বিশ-পঁচিশ বছর ধরে নভেম্বরই চলছে। কিন্তু কোন বছর এটি হবে তা জানা নেই।’
সালমানের বাবা সেলিম খান এবং মা সালমার বিয়ে হয়েছিল ১৮ নভেম্বর। এছাড়া এ অভিনেতার বোন অর্পিতার বিয়েও দুই বছর আগে ১৮ নভেম্বরেই হয়েছিল। তাই গুঞ্জন সালমান খানও বিয়ের দিন হিসেবে ১৮ নভেম্বরকেই বেছে নিবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন