এবারের ঈদে বাড়ি যাওয়ায় মোটরসাইকেল ব্যবহার নিষিদ্ধ

দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এবছর ঈদুল ফিতরের আগে-পরের কয়েক দিন মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। বিশেষ করে দূরপাল্লার ভ্রমণে যারা মোটরসাইকেল যাত্রা করবেন তাদের ঢাকার প্রবেশপথ গুলোতেই আটকে দেয়া হবে।
বুধবার (৭ জুন) পুলিশের হাইওয়ে রেঞ্জের মহাপরিদর্শক (ডিআইজি) আতিকুল ইসলাম এ সিদ্ধান্তের কথা জানান।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, প্রতি বছর ঈদের সময় মহাসড়কে মোটরসাইকেল চালাতে গিয়ে অহরহ দুর্ঘটনার শিকার হয় মানুষ। এতে অনেকেই অকালে প্রাণ হারায়, আবার অনেকে অজীবন পঙ্গুত্বের শিকার হয়।
ডিআইজি আতিকুল ইসলাম বলেন, ঈদের আগে অনেকে বাস-ট্রেনে টিকিট না পেয়ে দূর-দূরান্তে গ্রামের বাড়ি যেতে মোটরসাইকেলে যাত্রা করেন। ঈদের ভিড়ের মধ্যে এত লম্বা পথ মোটরসাইকেলে যাওয়া খুব কষ্টকর। তাছাড়া অনেক সময় দেখা যায়, সবাই মনঃসংযোগ ধরে রাখতে পারেন না। তাই এবার ঢাকা থেকে বের হওয়ার পথগুলোতে মোটরসাইকেল নিয়ন্ত্রণের কাজ করবে হাইওয়ে পুলিশ।
হাইওয়ে পুলিশের আরেক কর্মকর্তা বলেন, ঈদের সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বড় যানবাহনগুলো দীর্ঘ সময় যানজটে বসে থাকার পর হাইওয়েতে চালকেরা বেপরোয়াভাবে গাড়ি চালান। এছাড়া এবছর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ অনেক সড়কের উন্নয়নকাজ চলছে। নরম মাটি, নুড়ি পাথরের রাস্তা মোটরসাইকেলের জন্য বিপজ্জনক। এজন্য সব দিক বিবেচনা করে চন্দ্রা মোড়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি- এসব এলাকায় মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ করবে হাইওয়ে পুলিশ।
তিনি আরো বলেন, অনেক ক্ষেত্রে এমনও দেখা গেছে- ঈদের সময় বন্ধুরা মিলে অ্যাডভেঞ্চার করার জন্য মহাসড়কে বের হয়ে বড় ধরণের দুর্ঘটনার শিকার হচ্ছেন। ওই পুলিশ কর্মকর্তা বলেন, আর প্রতিবছরই একটি মুঠোফোন কোম্পানির ঈদের বাড়ি ফেরার বিজ্ঞাপনে মোটরসাইকেলে একটি পরিবারের বাড়ি যাওয়ার দৃশ্য দেখানো হয়। আমরা তাদের অনুরোধ করবো বিজ্ঞাপনটি প্রচার না করার জন্য।
এই সংক্রান্ত আরো সংবাদ

চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফের সংঘর্ষবিস্তারিত পড়ুন

রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন মোট ১,৬০৪ বারবিস্তারিত পড়ুন