এবারের দুর্গাপূজায় থাকছে তিন স্তরের নিরাপত্তা
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে থাকছে এবার তিন স্তরের নিরাপত্তা। প্রতিটি পূজামণ্ডপে তিন-চারজন আনসার সদস্য সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন।
রাজধানীসহ জেলা, বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ এলাকায় পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। সীমান্ত এলাকার পূজামণ্ডপে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন থাকবে।
পূজা উদযাপন কমিটির সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পূজা উপলক্ষে এবার আমরা তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছি। প্রতিমা বানানোর স্থান, পূজামণ্ডপে প্রতিমা স্থাপনের সময় এবং প্রতিমা বিসর্জনের সময় আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ নিরাপত্তা দেবে।’
মন্ত্রী বলেন, ‘এবার অনেক জাঁকজমকভাবে হিন্দুধর্মীয় এ উৎসবের আয়োজন চলছে। পূজা উদযাপন কমিটি তাদের আয়োজনের কথা আমাদের অবহিত করেছে। এবারই তারা ৭০ ফুট উঁচু মণ্ডপ তৈরি করছেন বলে জানিয়েছেন। এটি একটি রেকর্ড হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এবার পূজার সময় মহরমেরও অনুষ্ঠান রয়েছে। এ বিষয়টি মাথায় রেখেও আমাদের এগুতে হচ্ছে। শিয়া সম্প্রদায়ের লোকজন মহররম মাসের ১০ তারিখ বেশ গুরুত্বের সঙ্গে পালন করে থাকে। সব বিষয় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেই আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
পূজা উপলক্ষে কোনো ধরনের নিরাপত্তা হুমকি রয়েছে কি না? এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো ধরনের হুমকি নেই। আমাদের এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির গৌরবময় ঐতিহ্য রয়েছে। তারপরও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

‘ধর্ষণ-হত্যার হুমকি’র বিচার চেয়ে রাস্তায় মা-মেয়ে
ধর্ষণ, হত্যার হুমকি এবং মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ তুলে সুবিচারবিস্তারিত পড়ুন

ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল কেনার সিদ্ধান্ত
দেশে খাদ্যের মজুত বৃদ্ধিতে ভারত থেকে আরও ৫০ হাজার টনবিস্তারিত পড়ুন

‘ঢাকার অলি-গলিতে মোটরসাইকেল টহল বাড়ানো হবে’
অপরাধ প্রতিরোধ ও নিরাপত্তা জোরদার করতে ঢাকার অলিতে-গলিতে মোটরসাইকেল টহলবিস্তারিত পড়ুন