এবার অভিনয়ে আসছেন বচ্চনের নাতনি!
বেশ কিছু দিন থেকেই ইন্টারনেটে নানাভাবে উঁকি দিচ্ছিল তার ছবি। কখনও শাহরুখের ছেলের সঙ্গে বিতর্ক, আবার কখনও গোটা পরিবারের সঙ্গে সেলফি। অমিতাভ বচ্চনের নাতনি বলে কথা। তিনি যে নজর কাড়বেন এতে আর অবাক হওয়ার কী আছে!
অমিতাভের মেয়ে-জামাই শ্বেতা এবং নিখিল নন্দার মেয়ে নব্যা নভেলির অভিনয়ে আসা নিয়ে শোনা যাচ্ছিল কানাঘুষা। সত্যিই এবার অভিনয়ে আসতে চলেছেন নব্যা। তবে এখনই সেলুলয়েডে নয়, প্যারিসের অপেরায় অভিনয়ে হাতে খড়ি হতে চলেছে নব্যার।
আগামী ২৮ নভেম্বর প্যারিসের হাই সোসাইটি ডেবিউটান্ট লা বলে আত্মপ্রকাশ করবে ২৫ জন কিশোরী। এদেরই একজন নব্যা। অনুষ্ঠানের আগে গাউনে সেজে রিহার্সেল দিয়ে নিয়েছে ১৭ বছরের নব্যা। রিহার্সেলের সেই ভিডিও প্রকাশ করেছেন গর্বিত বাবা, মা নিখিল ও শ্বেতা।
চোখে একরাশ স্বপ্ন নিয়ে চওড়া হাসিতে নব্যা জানায়, “আগে কোন দিন এ রকম কিছু করিনি। আমি খুব উত্তেজিত, তবে বেশ নার্ভাস লাগছে। এখন নাচ শিখছি, পোশাক পরে ফিটিং ঠিক আছে কিনা দেখে নিচ্ছি। শোওয়ার ঘরেও হিল পরে হাঁটছি। মনে হচ্ছে স্টেজে উঠলেই পড়ে যাব!
মেয়ের মেকআপের জন্য প্যারিসের বিখ্যাত মেক আপ আর্টিস্টের সঙ্গে কথা বলে রেখেছেন শ্বেতা। নব্যার কুতুর গাউন ডিজাইন করেছে ডিওর। নবাগতদের আত্মপ্রকাশের জন্যই প্যারিসের ডেবিউটান্ট লা বল। যেই মেয়ের শরীরে বইছে বচ্চন-কপূর পরিবারের রক্ত তার আত্মপ্রকাশ যেন এমন অভিজাত মঞ্চেই মানায়।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন