এবার ওয়ানডে খেলতে নামছেন মুস্তাফিজ
বুধবার ইংল্যান্ডে পৌঁছে দুই দিনে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন। এবার মুস্তাফিজুর রহমানের ওয়ানডে ক্রিকেট খেলার পালা। কাউন্টি সাসেক্সের হয়ে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে রবিবার খেলতে নামছেন ‘দ্য ফিজ’। প্রতিপক্ষ গ্লস্টারশায়ারের মাঠে খেলা। বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু ম্যাচ।
রয়্যাল ওয়ানডে কাপে এর মধ্যে বাজে অবস্থায় পড়ে গেছে সাসেক্স শার্কস। মুস্তাফিজের দল ৪ ম্যাচ খেলেছে। ১ জয়ে তাদের পয়েন্ট ২। আর বাকি ৪ ম্যাচ। সাউথ গ্রুপের পয়েন্ট টেবিলের একেবারে নিচের দল তারা। ৫০ ওভারের এই আসরের বাকি পথ মুস্তাফিজকে ঘীরে সম্মানের সাথে এগোতে চায় কাউন্টিটি। সাসেক্সের হয়ে এসেক্সের বিপক্ষে টি-টোয়েন্টি কাউন্টি অভিষেকে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন বাংলাদেশের বোলিং বিস্ময়। পরের ম্যাচে অবশ্য উইকেট পাননি। দলও জেতেনি।
মুস্তাফিজ আন্তর্জাতিক ক্রিকেটে ঝড় তোলেন ওয়ানডে ক্রিকেট দিয়েই। এখন পর্যন্ত ৯ ওয়ানডে খেলেছেন। ১২.৩৪ গড়ে তার শিকার ২৬ উইকেট। ৩ ম্যাচে নিয়েছেন ৫ বা তার বেশি উইকেট। ২০১৫ এর ১৮ জুন ভারতের বিপক্ষে ঢাকায় ওয়ানডে অভিষেক কাটার বিশেষজ্ঞের। কাটারের আঘাতে প্রথম ম্যাচেই ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন। দল জিতেছিল। পরের ম্যাচে ৬ উইকেট নিয়ে আবার ম্যাচের সেরা তিনি। এবং ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয় বাংলাদেশ। প্রথমবারের মতো ভারতকে কোনো সিরিজে হারায় টাইগাররা। শেষ ওয়ানডেতে তিনি ২ উইকেট নিলেও বাংলাদেশ জেতেনি। ৩ ম্যাচে ১৩ উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড় হন মুস্তাফিজ। হই চই পড়ে যায় ক্রিকেট বিশ্বে।
এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। সেখানে সিরিজে ৫ উইকেট তার। গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেন ৩ ওয়ানডেতে। এবং শেষের ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ মুস্তাফিজ। তার মানে ওয়ানডে ক্রিকেটে খেলা শেষ ম্যাচটিতে সেরা ছিলেন তিনি। যেখানে ওয়ানডে শেষ করেছিলেন সেখান থেকেই আবার শুরু করবেন নিশ্চয়ই ফিজ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৩ রানের বিশাল ব্যবধানেবিস্তারিত পড়ুন
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন