এবার পাকিস্তান জিতলে নগ্ন হবেন মডেল কান্দিল! (ভিডিও সহ)

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা। বিশ্বকাপের ম্যাচ মানে তো আরও বেশি কিছু। বিশ্বকাপ শুরুর আগে থেকেই এই ম্যাচ নিয়ে মানুষের ভেতর আগ্রহের কমতি ছিল না। টিকেটও শেষ হয়ে গেছে।
নিরাপত্তার কারণে ধর্মশালা থেকে ম্যাচটি সরিয়ে আনা হয়েছে কলকাতার ইডেন গার্ডেনে। ১৯শে মার্চ মহারণে নামবে দু`দল। তবে তার আগেই আলোচনায় পাকিস্তানি মডেল কান্দেল বালোচ। তিনি বলেন, ১৮ মার্চ ভারতের বিরুদ্ধে পাকিস্তান জিতলে পুরো দেশের সামনে নগ্ন হবেন তিনি।
নিজের ফেসবুক আইডিতে শহিদ আফ্রিদিকে উদ্দেশ্য করে একটি ভিডিও বার্তা প্রকাশের মাধ্যমে নগ্ন হওয়ার ঘোষণা দেন এই মডেল।
এছাড়া আফ্রিদিকে উদ্দেশ্য করে তিনি বলেন, সব রাগ ভুলে যেতে, রাগ তো ভালোবাসারই অংশ। ভারতকে হারাতে পারলে আফ্রিদি যা চান তাই দিতে প্রস্তুত তিনি। এর আগে ২০১১ সালে ভারতীয় মডেল পুনম পান্ডে ঘোষণা দিয়েছিলেন, যদি ভারত বিশ্বকাপ জেতে তাহলে তিনি নগ্ন হবেন। তবে বিসিসিআইর অনুরোধে পুনম পান্ডের তেমন কিছু করেননি।
https://youtu.be/1VpWWoltpow
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন