শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার প্রেমে ব্যর্থ হয়ে তরুণীকে কুপিয়ে বখাটের আত্মসমর্পণ!

প্রেম প্রস্তাবে রাজী না হাওয়ায় বরিশাল নগরীর কলাপট্টি এলাকায় মুনিয়া আক্তার নামে এক তরুণীকে এলোপাতাড়ি কুপিয়ে-পিটিয়ে আহত করেছে এক বখাটে। রবিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষাদর্শীরা। আহত মুনিয়া নগরীর ৯ নম্বর ওয়ার্ডের রসুল চরের বাসিন্দা হেলাল মুন্সির মেয়ে।

আহত মুনিয়া নগরীর মমতাজ মজিদুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল। তবে অভাব অনটনের সংসারে পিতা-মাতাকে সহায়তার জন্য ৭ মাস আগে পড়াশুনা বন্ধ রেখে নগরীর পুরান কয়লাঘাট এলাকার বৈদ্যুতিক সরঞ্জাম প্রস্তুতকারী এমইপি কোম্পানিতে শ্রমিকের চাকুরি নেয়। তাকে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, হামলাকারী মনির হোসেন কলাপট্টি এলাকার মো. অহিদুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মুনিয়া ও তার সহকর্মী মালা রসুলপুর চর থেকে এমইপি ফ্যাক্টরীকে যাচ্ছিলো। চর সংলগ্ন খেয়া পাড় হয়ে পশ্চিমপাড়ে উঠে পোর্ট হয়ে কলাপট্টি অতিক্রমকালে মুনিয়াকে ডাক দেয় বখাটে মনির।

মালা আক্তার জানায়, ডাকে সাড়া না দেয়ায় মনির লাকড়ি দিয়ে মুনিয়াকে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে অদূরে এক ডাব বিক্রেতার কাছ থেকে একটি ধারালো দা ছিনিয়ে নিয়ে মুনিয়ার ডান পায়ে ২টি, বাম পায়ে একটি একটি কোপ দেয়। একই সময় বখাটে মনির ও তার সহযোগীরা মুনিয়ার সহকর্মী মালাকে সংলগ্ন একটি ঘরে নিয়ে আটকে রাখে।

আহত মুনিয়া জানায়, কলাপট্টির বখাটে মনির স্ত্রী ও সন্তানের জনক। তিনি দির্ঘদিন ধরে তাকে প্রেম প্রস্তাব করে আসছে। তার প্রস্তাবে সাড়া না দেয়ায় রবিবার ফ্যাক্টরিতে যাওয়ার পথে তাকে কুপিয়ে আহত করে মনির ও তার সহযোগীরা। এ ঘটনায় মনিরের দৃস্টান্তমূলক শাস্তি চান মুনিয়া।

রসুলপুর চরের বাসিন্দা কবির ঢালী জানান, বখাটে মনির একজন মাদকাসক্ত। তিনি দীর্ঘদিন ধরে মুনিয়াকে পথেঘাটে উত্ত্যক্ত করে আসছেন। এ নিয়ে প্রায় ১ বছর আগে স্থানীয়ভাবে শালিস বৈঠক করে মনিরকে জুতা পেটাও করা হয়। কিন্তু তারপরও মুনিয়াকে পথেঘাটে উত্ত্যক্ত করে আসছেন তিনি। এ ঘটনায় মনিরের কঠোর শাস্তি চান ওই চরের বাসিন্দারা।

হাসপাতালের পরিচালক ডা. এসএম সিরাজুল ইসলাম বলেন, মুনিয়ার দুই পায়ে এবং ডান হাতে ধারালো অস্ত্রের ক্ষত রয়েছে। তার সুচিকিৎসা চলছে। তবে সে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তিনি।

এদিকে মুনিয়াকে কুপিয়ে আহত করার প্রায় ১ ঘণ্টা পর অভিযুক্ত মনির হোসেন স্বেচ্ছায় কোতয়ালী থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। হামলার কথা স্বীকার করে মনির হোসেন বলেন, মুনিয়া তার সাথে প্রেমের অভিনয় করে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। এখন তাকে পাশ কাটিয়ে আরেক ছেলেকে বিয়ে করতে চাইছে। এই আক্রোশে মুনিয়াকে কুপিয়ে আহত করার কথা স্বীকার করে অভিযুক্ত মনির।

মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন বলেন, অভিযুক্ত মনির থানায় গিয়ে নিজেকে ধরা দেয় এবং তিনি মুনিয়াকে কুপিয়ে আহত করার কথা স্বীকার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন

নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন

  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
  • চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
  • নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ