এবার বিধবা নারীর চরিত্রে নায়িকা ‘মুনমুন’
আবারও চলচ্চিত্রে নিয়মিত হচ্ছেন এক সময়ের সাড়া জাগানো নায়িকা মুনমুন। আগামী ২২ জানুয়ারি থেকে তিনি দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘৫২ থেকে ৭১’ ছবির শুটিংয়ে অংশ নেবেন।
এই ছবিতে মুনমুন একজন বিধবা নারীর চরিত্রে অভিনয় করবেন। দীর্ঘ বিরতির পর গত বছর অনুদানের চলচ্চিত্র ‘কাসার থালায় রুপালি চাঁদ’ ছবির মাধ্যমে আবার চলচ্চিত্রে অভিনয় করা শুরু করেন মুনমুন। ছবিটি পরিচালনা করেন অভিনেতা ড্যানি সিডাক।
নিজের নতুন ছবি সম্পর্কে নায়িকা মুনমুন বলেন, “চলচ্চিত্রকে ভালোবেসে এখানে কাজ করতে এসেছিলাম। অভিনয় করাটা আসলে নেশা। অনেকদিন ধরেই চলচ্চিত্রে কাজ করছি না, কারণ ভালো কাজের সাথে থাকতে চাই। দেলোয়ার জাহান ঝন্টু স্যার আমাকে ‘৫২ থেকে ৭১’ ছবিতে কাজ করতে বলার সাথে সাথেই রাজি হয়ে গেলাম। অনেকদিন ধরেই এ ধরনের ছবির জন্য অপেক্ষা করছিলাম। তা ছাড়া ওনার মতো একজন বড় পরিচালকের সাথে কাজ করার একটা বাড়তি আনন্দ আছে। এই ছবিতে আমি বিধবা এক নারীর চরিত্রে অভিনয় করব। ছবির শুটিং শুরু হবে ১৬ জানুয়ারি থেকে কিন্তু আমার কাজ শুরু হবে ২২ জানুয়ারি থেকে।”
এর আগে পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর সঙ্গে কাজের অভিজ্ঞতার বিষয়ে মুনমুন বলেন, “আমি যখন চলচ্চিত্রে নতুন কাজ করা শুরু করেছিলাম তখন ঝন্টু স্যারের পরিচালনায় ‘বিষে ভরা নাগিন’ ছবিতে অভিনয় করেছিলাম। স্যার এত সুন্দর করে চরিত্রটা বুঝিয়ে দেন যে অভিনয়টা একদম সহজ হয়ে যায়। তখন আর মনে হয় না অভিনয় করছি। এত বছর পর আবার তাঁর ছবিতে কাজ করার ডাক পেয়ে অনেক ভালো লাগছে।”
১৯৫২ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত সময়ে বাংলাদেশের স্বাধীনতার পটভূমি রচিত হয়েছে। আর স্বাধীনতার স্তম্ভ তৈরি করে দেওয়ার এসব ঘটনাকে উপজীব্য করেই ‘৫২ থেকে ৭১’ ছবির গল্প রচনা করা হয়েছে। ছবিটিতে দুই বন্ধুর গল্প দেখানো হবে। এই দুই বন্ধুর একজন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যোগ দেন আরেক বন্ধু রাজাকার হিসেবে পাকিস্তানিদের সহায়তা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন
অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন
৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন