শনিবার, জুলাই ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

এবার যে চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জয়া

পূর্ণদৈর্ঘ্য সিনেমার প্রতিষ্ঠিত নায়িকা জয়া আহসান প্রথমবারের মতো অভিনয় করলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসার শহর– দ্য সিটি অফ লাভ’-এ। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী।

‘ভালোবাসার শহর– দ্য সিটি অফ লাভ’-এ প্রথমবারের মতো জয়া অভিনয় করছেন ‘নামহীন’ এক চরিত্রে। এ প্রসঙ্গে গ্লিটজকে তিনি বলেন, “আমার অভিনীত চরিত্রটির কোনো নাম নেই। আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমার চরিত্র প্রসঙ্গে, তাহলে বলবো আমি নামহীন একটি চরিত্রে অভিনয় করেছি। সিনেমাটি দেখার পরেই আপনারা বুঝতে পারবেন, কেনো মেয়েটির নাম দেয়া হয়নি।”

প্রথমবাবের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় সম্পর্কে গ্লিটজকে জয়া আহসান বলেন, “সময়ের দিক থেকে হিসেব কষলে এটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। হয়ত ১৫ থেকে ২০ মিনিট দৈর্ঘ্যের সিনেমা হবে। কিন্তু আসলে এটা একটি সম্পূর্ণ সিনেমা। সিনেমাতে কাজের অনূভুতির মতোই একই রকম অনূভুতি এখানেও কাজ করেছে। আসলে একটি ব্যতিক্রম ইমেজে নিজেকে দেখা– যেমনটি একজন অভিনেতার হয়ত মঞ্চে কিংবা অন্য মাধ্যমে নিজেকে দেখে মনে হয়— সে রকম অনূভুতিই কাজ করেছে ‘ভালোবাসার শহর– দ্য সিটি অফ লাভ’-এ।”

বাণিজ্যিক এবং বিকল্প– দুই ধারাতেই পূর্ণদৈর্ঘ্য সিনেমায় যখন তুঙ্গে রয়েছেন জনপ্রিয়তার, ঠিক এই সময়টাতে স্বল্পদৈর্ঘ্য সিনেমায় কাজের নেপথ্যের কারনটা কী?

এমন প্রশ্নের উত্তরে জয়া বললেন, “প্রথমত, সিনেমার গল্প। অসাধারণ একটা গল্প, ভীষণ কমিটেড একটা গল্প। আমার কাছে মনে হয়েছে সময় মনে রাখবে এই গল্পটা। সিনেমার নির্মাতাও একটি গুরুত্বপূর্ণ কারণ। তাছাড়া, কখনো তো স্বল্পদৈর্ঘ্য সিনেমায় কাজ করা হয়নি, একটু কাজ করেই দেখি না আসলে কেমন হয়। স্বল্পদৈর্ঘ্য সিনেমার মতো এতো ছোট পরিসরে পুরো চলচ্চিত্রটাকে বলা যায় কীনা সেটাও দেখার বিষয়।”
স্বল্পদৈর্ঘ্য সিনেমা হলেও কাজের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হননি জয়া। সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, “একজন অভিনেতা যেমন করে কাজ করে এই স্বল্পদৈর্ঘ্য সিনেমাতে ঠিক সেই ভাবেই কাজ করেছি। একজন অভিনেতা যখন কোনো নাটক কিংবা পূর্ণদৈর্ঘ্য সিনেমা কিংবা কোন স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করেন তখন তিনি তার সবটুকুই দিয়েই অভিনয় করেন। আসলে একটি সিনেমা নির্মাণের জন্য যেমন আয়োজন করা হয় সেই ধরনের পুরো আয়োজনই ছিলো এই স্বল্পদৈর্ঘ্য সিনেমাটির ক্ষেত্রে।”

ইন্দ্রনীল রায় চৌধুরীর স্বল্পদৈর্ঘ্য সিনেমাতে বাংলাদেশের জয়া আহসান ছাড়াও আরো অভিনয় করেছেন কলকাতার হৃত্বিক চক্রবর্তী, অরুণ মুখোপাধ্যায় এবং শর্মী সরকার।

জয়ার ভক্তরা কি তাকে এই সিনেমায় আবারও নতুন কোন অবতারে পেতে যাচ্ছেন? এমন প্রশ্নের উত্তরে জয়া হেসে বললেন, “না, সে রকম কিছু নয়। খুব ছোট জায়গা তো, মাত্র বিশ মিনিটের একটি সিনেমা। আসলে সিনেমার গল্পটি নিজেই নিজের শক্তি। সিনেমাটিকে সবাই গল্পের কারণেই মনে রাখবে। সিনেমার সঙ্গে যদি কেউ জয়াকে মনে রাখে তাহলে সেটা আমার জন্য বোনাস।”

তাহলে ‘ভালোবাসার শহর– দ্য সিটি অফ লাভ’ কোন শহরের গল্প? আবারো জয়া হেসে বললেন, “এই গল্পটি হতে পারে পৃথিবীর যে কোনো শহরের গল্প। এই গল্পটা হতে পারে ঢাকার গল্প, গল্পটা হতে পারে কলকাতার, আবার ইস্তাম্বুলেরও। এই গল্পটা হতে পারে তৃতীয় বিশ্বের যে কোনো শহরের, যে কোনো জায়গার। যে কোনো ভালোবাসার শহরের গল্পই হতে পারে এটি।”

এই সংক্রান্ত আরো সংবাদ

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন

বলিউড অভিনেতা অজয় ​​দেবগন এবং কাজলের কন্যা নাইসা দেবগন সেইবিস্তারিত পড়ুন

চলে গেলেন অভিনেত্রী সীমানা

অভিনেত্রী সীমানার দীর্ঘ লড়াই শেষ। ফিরল না জ্ঞান। মাত্র ৩৯বিস্তারিত পড়ুন

  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন
  • সংগীত শিল্পী খালিদ আর নেই
  • কঠিন রোগে ভুগছেন হিনা খান, চাইলেন ভক্তদের সাহায্য