এবার সজলের সঙ্গে নাচবেন পরীমণি!
অভিনয়শিল্পী আবদুন নূর সজল ও পরী মণি জুটি বেঁধেছেন। তবে সেটা কোনো চলচ্চিত্রে নয়। লাক্স আরটিভির স্টার অ্যাওয়ার্ড ২০১৫-এর জমকালো আসর বসবে আগামী ২১ জানুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে অনুষ্ঠানটি সরাসরি প্রচার করবে আরটিভি। আর এই অনুষ্ঠানেই জুটি বেঁধে নাচ পরিবেশন করবেন সজল ও পরী।
প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ্ অভিনীত পাঁচটি সিনেমার জনপ্রিয় কিছু গানের সঙ্গে নাচবেন তাঁরা দুজন। এরই মধ্যে নাচের রিহার্সেলে অংশ নিয়েছেন সজল ও পরী।
এ প্রসঙ্গে পরী মণি বলেন, ‘প্রথমবারের মতো টিভি অনুষ্ঠানে নাচ পরিবেশন করতে যাচ্ছি। সজল ভাইয়ার সঙ্গেও এটা আমার প্রথম কাজ। টানা তিনদিন নাচের রিহার্সেল করেছি আমরা। আশা করছি, আমাদের নাচ সবার ভালো লাগবে। আর আরটিভির এত বড় আয়োজনের সঙ্গে থাকতে পেরেও ভীষণ ভালো লাগছে।’
এদিকে সজল জানান, ‘পরীর সঙ্গে মঞ্চে প্রথম পারফর্ম করব। নাচের রিহার্সেল করার সময় বুঝেছি পরী অনেক ভালো নাচেন। এ ছাড়া ও অনেক ফ্রেন্ডলি। আশা করছি, অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা আমাদের পারফর্ম পছন্দ করবেন।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন
অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন
৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন