রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার সাকিবের কাছে হারলেন তামিম

লক্ষ্য ১৪৯। কিন্তু চট্টগ্রামে নিজেদের মাঠে সেই সংগ্রহটার ধারে কাছেও যেতে পারল না চিটাগং ভাইকিংস! এবারের বিপিএলে টানা চতুর্থ ম্যাচ হারল তারা। এবার তামিম ইকবাল হারলেন বন্ধু সাকিব আল হাসানের কাছে। সাকিবের ঢাকা ডায়নাইমাইটস বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটা বেশ সহজেই ১৯ রানে জিতেছে। ৫ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকল ঢাকা।

অনেক বড় সংগ্রহের আশা জাগিয়েও ঢাকা শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪৮ রান করে। কৃতিত্বটা চিটাগংয়ের বোলারদের। মোহাম্মদ নবি নিয়েছিলেন ৩ উইকেট। টাইমাল মিলসেরও শিকার ৩টি। এরপর শুরু থেকেই ছন্দে লাগল না তামিমদের ব্যাটিং। তামিম নিজেও ৩৫ বলে ২৬ রানের ধীর ইনিংস খেলে ফিরেছেন। নিয়মিত উইকেট তুলে নিয়ে ঢাকা প্রতিপক্ষকে ৮ উইকেটে ১২৯ রানে থামিয়েছে।

জবাব দিতে নেমে ৩৮ রানে ২ উইকেট হারায় চিটাগং। জহুরুল ইসলাম (৬), এনামুল হক (১৭) ফিরেছেন। তামিম ৬৬ রান পর্যন্ত দলকে নিয়ে ডোয়াইন ব্রাভোর শিকার। ম্যাচে আসলে কখনোই ছিল না চিটাগং। ঢাকার মোহাম্মদ শহীদ একে একে তুলে নেন নবি (১৫), গ্র্যান্ট ইলিয়ট (৮) ও নাজমুল হোসেন মিলনের (১৩) উইকেট। ৯৬ রানে ৬ উইকেট হারানোর পর আর কোনো আশা থাকেনি চিটাগংয়ের।

টস হেরে কোনো উইকেট না হারিয়ে ৪৫। ৫ ওভারের মধ্যে। এরপর ৯ ওভারে ১ উইকেটে ৭২। ঢাকার যা ব্যাটিং লাইন আপ তাতে এরপর তাদের বেশ বড় স্কোর গড়ার কথা। কিন্তু জয়ে ফিরতে মরিয়া চিটাগং ভাইকিংস এরপর আঘাতের পর আঘাত হেনেছে। খুব বড় স্কোর গড়তে দেয়নি ঢাকাকে।

মেহেদী মারুফ যেমন মারতে থাকেন প্রতি ম্যাচে, এই খেলায়ও তাই করলেন। বাউন্ডারিতে নাচিয়ে দিলেন ঢাকাকে। কিন্তু মোহাম্মদ নবি ৪.৫ ওভারে থামান তাকে। মারুফ ২০ বলে ৬ চার ও ১ ছক্কায় ৩৩ রানে ফেরেন।

নাসির হোসেন ও কুমার সাঙ্গাকারা এরপর বেশ ভালো ভাবে দলকে এগিয়ে নিয়ে যান। ৯ ওভার পর ড্রিংকস ব্রেক ছিল। ওই বিরতির পর ফিরেই প্রথম সর্বনাশ ঢাকার। এই আসরের সবচেয়ে গতিশীল বোলার টাইমাল মিলস ৪ বলের মধ্যে তুলে নেন এই দুজনকে। নাসির ২০ ও সাঙ্গাকারা ১৭ রানে আউট।

অধিনায়ক সাবিক আর তরুণ মোসাদ্দেক মিলে জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু ৭ বলে ১৩ রানের ইনিংস খেলে নবির বলে বোল্ড হয়ে ফেরেন সাকিব। ৭ রানের মধ্যে ২ উইকেট হারায় ঢাকা। ডোয়াইন ব্রাভো (৩) রান আউট।

মোসাদ্দেক সাহসী। হাল ধরেন। ২৮ রান পর্যন্ত উইকেট পড়ে না। কিন্তু তারপর পর পর ৪ ওভারে পড়ে ৪টি। মোসাদ্দেকও ২৬ বলে ২টি করে চার ও ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৩৫ রানে ফেরেন। বিশাল সংগ্রহের আশা জাগিয়েও তা হয়নি ঢাকার। তবে চিটাগংকে ম্যাচ হারানোর জন্য ওটাই ছিল যথেষ্ট।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি