এবার সালমানের সাথে শাহরুখের বিরুদ্ধে মামলা…
জুতো পরে মন্দিরে ঢুকার অভিযোগে অভিনেতা শাহরুখ খান এবং সালমান খানের বিরুদ্ধে সম্প্রতি আদালতে অভিযোগ দায়ের হয়েছিল। আজ সেই মামলাটি শুনানির জন্য গ্রহণ করেছেন দেশটির উত্তরপ্রদেশের একটি আদালত। হিন্দু মহাসভা নামে হিন্দুত্ববাদী সংগঠনের দায়ের করা মামলাটির শুনানি আগামী সোমবার।
গত ডিসেম্বরে টেলিভিশনে চ্যানেলের একটি ‘রিয়েলিটি শো’য়ে শাহরুখ-সালমানকে একটি কালীমন্দিরে জুতো পরে ঢুকতে দেখা গিয়েছিল বলে অভিযোগ। হিন্দু মহাসভার মেরঠ শাখার সভাপতি ভরত রাজপুতের অভিযোগ, ধর্মীয় স্থানে জুতো পরে ঢোকা এবং সেই ছবি টেলিভিশনে সম্প্রচার করলে জনমানসে বিরূপ প্রতিক্রিয়া পড়বে।
ভরত রাজপুত জানান, শাহরুখদের জুতো পরে মন্দিরে প্রবেশের ওই ছবি সম্প্রচারের পর মেরঠের জেলাশাসক এবং পুলিশ সুপারকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে তিনি চিঠি পাঠিয়েছিলেন। সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষকেও ই-মেল করে ক্ষোভের কথা জানান তিনি। ভরতের দাবি, প্রশাসন বিষয়টি নিয়ে কোনও পদক্ষেপ করেনি। চ্যানেল কর্তৃপক্ষও নাকি কোনও জবাব দেননি। এরপরই সংগঠনটি শাহরুখ-সলমন, শো’য়ের পরিচালক এবং চ্যানেল কর্তৃপক্ষের বিরুদ্ধে মেরঠের মুখ্য বিচারবিভাগীয় আদালতে আবেদন করে।
এদিকে, পাকিস্তানের বিমান সংস্থার কার্যালয়ে হামলার ঘটনায় হিন্দু সেনা প্রধান বিষ্ণু গুপ্তকে আজ গ্রেফতার করা হয়েছে। গতকাল বিষ্ণুর নেতৃত্বেই নয়াদিল্লিতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) কার্যালয়ে ভাঙচুর চালায় হিন্দু সেনার সমর্থকেরা। পঠানকোটে বায়ুসেনার ঘাঁটিতে জঙ্গি হামলার ‘প্রতিবাদে’ই ওই হামলা করা হয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ভাঙচুরে জড়িত হিন্দু সেনার বাকি সদস্যদের খোঁজেও তল্লাশি চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন
বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
বলিউড অভিনেতা অজয় দেবগন এবং কাজলের কন্যা নাইসা দেবগন সেইবিস্তারিত পড়ুন