বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এরশাদের হরতালে অচল রংপুর, গ্রেপ্তার ৪

জাতীয় পার্টির এক নেতার ওপর হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে রংপুরে চলছে সকাল-সন্ধ্যা হরতাল। মহানগরের কোথাও চলছে না ভারী যানবাহন। এমনকী কোথাও সকাল থেকে সাইকেল পর্যন্ত দেখা যায়নি। কার্যত এ হরতালে অচল হয়ে পড়েছে পুরো রংপুর।

বৃহস্পতিবার সকাল থেকেই পানের দোকান থেকে শুরু করে ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ঘুরছে না সাইকেল, রিকশা, মোটরসাইকেলসহ ভারী যানবাহনের চাকা। আর এতে সাধারণ মানুষের পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছে চাকরিজীবীসহ শিক্ষার্থীরা। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

জাপা নেতার ওপর হামলার ঘটনায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ আদালতে তাদের সোপর্দ করে চারদিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মকবুল হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর গণেশপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আকাশ ওরফে মামুন (২৫), আব্দুল লতিফের ছেলে রেজাউল করিম বাদল (৩৪), সাতগড়া মিস্ত্রিপাড়া এলাকার আমির হোসেনের ছেলে নুর হোসেন সুজন (২৩) এবং পালপাড়া মন্দির এলাকার ইউসুফ আলীর ছেলে আমিরুল ইসলাম শুভ (২৬)।

হরতাল সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়ে নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা। কোথাও কোথাও মিছিলের পাশাপাশি চলছে পিকেটিং।

সকালে শাপলা চত্বরে মিছিল শেষে মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, ইয়াসিরের ওপর হামলা এবং রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদেই এই হরতাল চলছে। হরতালে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সমর্থন থাকায় রংপুরের সর্বস্তরের মানুষ সাড়া দিয়েছে।

নগরবাসী স্বতস্ফূর্তভাবে হরতাল পালন করছে জানিয়ে জাপার এই নেতা জানান, জাতীয় পার্টির সকল স্তরের নেতাকর্মীরা নগরীর পায়রা চত্বর, শাপলা চত্বর, লালবাগ, মেডিকেল মোড়, ডিসির মোড়, মডার্ন মোড়, দর্শনা মোড়, টারমিনালসহ বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। সাধারণ মানুষও হরতাল পালনের মধ্য দিয়ে রংপুরের নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদ জানাচ্ছে।

হরতালে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেজন্য নগরীর প্রতিটি মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনিন সুলতানা ও ম্যাজিস্ট্রেট ফয়জুল কবির হরতাল পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য মাঠে রয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোসেন জানান, জাপা নেতা ইয়াসিরের ওপর হামলার ঘটনায় নগরীর বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রংপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল ফারুক জানান, হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রংপুর মহানগরীতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজ শেষে মুন্সিপাড়ায় বাবার কবর জিয়ারত করে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ক্লিন ইমেজের নেতা হিসেবে পরিচিত এসএম ইয়াসির আহম্মেদ।

বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন তিনি। এ ঘটনায় মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

আরতদাড়ের সাথে বিরোধ, রহনপুর বাজারে আম বিক্রি বন্ধ

আম চাষিরা আমের মণ সর্বোচ্চ ৪৮ কেজি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জেরবিস্তারিত পড়ুন

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু

লালমনিরহাট থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া ৩টি বগি উদ্ধারবিস্তারিত পড়ুন

পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অণুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিকবিস্তারিত পড়ুন

  • নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা আটক নীলফামারীতে
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • পঞ্চগড়ে আহমদিয়াদের ওপর হামলার ঘটনায় আরও ৩ মামলা
  • বিয়ের প্রলোভন তারপর ধর্ষণ, এখন অন্তঃসত্ত্বা ৭ম শ্রেণির ছাত্রী
  • রংপুরে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, পালাল চিকিৎসক
  • কুড়িগ্রামে তিন উপজেলার ৫০ হাজার মানুষ পানিবন্দি
  • গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
  • নীলফামারীর জলঢাকায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু !
  • ট্রাকচালকের আসনে ছিল হেলপার
  • যেখানেই অসহায় মানুষের আর্তনাদ, সেখানেই তরুণ সোহেলের হাত!
  • কুড়িগ্রামে সড়ক অবরোধ প্রত্যাহার
  • দুই ঠিকাদারকে পিটিয়ে টাকা ছিনতাই করল আ’লীগ-যুবলীগ