এ কোন নায়িকা মায়ের কোলে ?

অনেক সময় ছোটবেলার ছবি দেখে চেনাই যায় না বড়বেলার মানুষটিকে। এই নায়িকার ক্ষেত্রেও তাই হয়েছে। বাংলা ছবির কোন নায়িকার ছেলেবেলার ছবি এটি দেখে নিন—
অনেকের ছোটবেলার মুখের আদল বড়বেলাতেও একই রকম থাকে। আবার কারও কারও ক্ষেত্রে ছোটবেলার ছবি দেখে চেনার উপায় থাকে না। এই নায়িকার ক্ষেত্রেও বিষয়টা তাই বলা যায়। উপরের এই ছবিটি দেখে বোঝার উপায় নেই যে বড়বেলায় তাকে ঠিক কেমন দেখতে হবে। তবে এই ছবিটি অনেকটা ছোট বয়সের। তখন একেবারেই ‘কোলের শিশু’ ছিলেন নায়িকা।
২০০৩ সালে প্রথম ছবি ‘নাটের গুরু’। জিৎ-এর সঙ্গে তাঁর জুটির সেটাই শুরু। তার পর থেকে বাংলা ছবির হিট জুটি হিসেবে অনেক ছবি করেছেন তাঁরা— ‘বন্ধন’, ‘মানিক’, ‘যুদ্ধ’। তাঁর ১৩ বছরের কেরিয়ারে বাংলার এমন কোনও নায়ক নেই যাঁর সঙ্গে তিনি ছবি করেননি। একমাত্র ‘ফিরদৌস’-এর সঙ্গে তাঁর কোনও ছবি নেই।
শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, একটু একটু করে লুক পালটে তিনি আজকের কোয়েল মল্লিক। প্রায় ১৩ বছরের কেরিয়ারে তাঁর অনেক রকম লুক বদল হয়েছে। এখনকার ছবির সঙ্গে ছোটবেলার ছবির কোনও মিল খুঁজে পাওয়া শক্ত হলেও কেরিয়ারের প্রথম দিকের ছবি দেখলে কিন্তু বোঝা যায় ছোটবেলার মুখের আদল।
আরো মজার খবর দেখুন:
কোয়েলের সঙ্গে ডিনারে দেব, সঙ্গে আর কে?
কোয়েল কী করছেন আজকাল?
সয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন পরিচালক ! অভিনেত্রী !
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন