ঐশ্বরিয়া-রণবীরের উপর ক্ষেপেছে বচ্চন পরিবার!

ঐশ্বরিয়া রায় বচ্চনের শ্বশুরবাড়ির সকলে অর্থাৎ তার স্বামী অভিষেক বচ্চন, শ্বশুর অমিতাভ বচ্চন এবং শাশুড়ি জয়া বচ্চন ক্ষেপেছে। ঐশ্বরিয়া আগামী সিনেমায় রণবীর কাপুর এবং তার কিছু ক্লোজ ছবি নিয়ে তারা নেতিবাচক সংকেত দিয়েছে।
সিনেমায় কাজ করার সময় আগে থেকেই ঐশ্বরিয়া চুম্বনের দৃশ্যের জন্য আপতি জানিয়েছিলেন। কিন্তু পরে করণ যোহর তাকে বুঝিয়ে রাজি করায়। অন্তরঙ্গ দৃশ্যের জন্য রাজি হয়ে যায় ঐশ্বরিয়া।
ইন্ডিয়া ফোরামসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, এই ঘটনা এখন ঐশ্বরিয়ার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বচ্চন পরিবার সিনেমা থেকে ঐ দৃশ্য এডিট করার কথা বলছেন। তারা এই বিষয়ে করণ যোহরের সাথেও আলোচনা করেছেন।
এবার ই প্রথম নয়। এর আগে ঋত্বিকের বিপরীতে ধুম-২ সিনেমায় চুম্বনের দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। তখনও পরিবারের ক্ষোভের মুখে পরেছিলেন তিনি। এবার এই কাহিনি কতদূর যায় তা দেখার পালা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন