ওমানের বিপক্ষে চার পেসার, সঙ্গে নাসির!

ধর্মশালার আবহাওয়া যে বেশ বৈচিত্র্যপূর্ণ, তা এখন কারোই অজানা নয়। আর আবহাওয়ার সঙ্গে উইকেটেরও একটা সম্পর্ক রয়েছে। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে উইকেটেরও ধরন অনেকটা পাল্টায়। আর এই ধর্মশালার উইকেটের ধরন বুঝেই ওমানের বিপক্ষে বাংলাদেশের একাদশ সাজাতে হচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় আজও বৃষ্টি হওয়ার শঙ্কা আছে। বৃষ্টি হলে উইকেটের চরিত্রও অনেকটা পাল্টাবে, তাই বোলিংনির্ভর একটা দল গঠন করতে হবে বাংলাদেশকে।
বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা যায়, এই ম্যাচেও চার পেসার নেওয়া হতে পারে। মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন ও আবু হায়দার রনিকে একাদশে নেওয়া হতে পারে।
তাসকিনের বোলিং অ্যাকশন সন্দেহজনক হলেও পরীক্ষায় প্রমাণ না হওয়ার আগ পর্যন্ত তিনি খেলতে পারবেন। তাই এই ম্যাচেও তাঁকে দলে নেওয়া হতে পারে। সোমবার এই ডানহাতি পেসার চেন্নাইতে যাবেন পরীক্ষা দিতে। অবশ্য স্পিনার আরাফাত সানি এরই মধ্যে চেন্নাইতে পরীক্ষা দিতে গেছেন।
এদিকে, নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে দলে থাকলেও দ্বিতীয় ম্যাচের দল থেকে বাদ পড়েছিলেন অলরাউন্ডার নাসির হোসেন। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছিল মোহাম্মদ মিথুনকে। এই ম্যাচে আবার নাসিরকে ফিরিয়ে আনার জোর সম্ভাবনা রয়েছে। এর বাইরে বাংলাদেশের ব্যাটিংয়ে পরিবর্তন আনার খুব একটা সম্ভাবনা নেই।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সাব্বির রহমান, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ ও আবু হায়দার রনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীনবিস্তারিত পড়ুন