ওসমানীন গরের মানুষ দুর্ভোগের শিকার
সামান্য বৃষ্টিতে ওসমানীনগর এলাকার গোয়ালাবাজার-গ্রামতলা, হাজি মার্কেটসহ প্রধান প্রধান সড়ক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। একটু বৃষ্টি হলেই রাস্তাগুলোতে হাঁটু পানি জমে যায়। এলাকাবাসী জানায়, উপজেলার ব্যবসায়ীক প্রাণকেন্দ্র ঢাকা-সিলেট মহাসড়কের পাশে গোয়ালাবাজার থেকে উত্তর-পশ্চিম দিকে অর্ধ কিলোমিটার দূরে গ্রামতলা ও মহাসড়ক নিকটবর্তী হাজি মার্কেটের ভিতর দিয়ে গোয়ালাবাজার জগন্নাথপুর রাস্তায় পানি জমে যাওয়ায় ব্যবসায়ীসহ জনসাধারণের যাতায়াতে বিঘ্ন ঘটছে।
গোয়ালাবাজারের পশ্চিমাংশের পানি নিষ্কাশনের ড্রেন, কালভার্ট ও রাস্তার দু’পাশের জমিগুলোতে বাসাবাড়ি অপরিকল্পিতভাবে নির্মাণের ফলে এ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। যার কারণে একটু বৃষ্টি হলে রাস্তায় হাঁটু পানি জমে থাকে। এতে গাড়ি নিয়ে চলাচল করা দূরের কথা পায়ে হেঁটে যাওয়া বন্ধ হয়ে পড়ে। ঢাকা-সিলেট মহাসড়ক ও গোয়ালাবাজারে আসার জন্য ৩০টি গ্রামের মানুষের চলাচলের রাস্তা হচ্ছে গ্রামতলা, হাজি মার্কেটের রাস্তা।
গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক জানান, এলাকায় যাতে জলাবদ্ধতা না হয় সে লক্ষ্যে আমরা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছি। বৃষ্টির পানি যাতে জমে না থাকে সেজন্য কয়েকদিন আগে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ড্রেন ও কালভার্টগুলো পরিষ্কার করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন