ওয়ানডে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় মাশরাফির
টানা দুই ম্যাচে টি-টোয়েন্টিতে বাংলাদেশের এমন পারফরম্যান্স ২০১৬ টি-টোয়েন্টি বিশ্ব আসরের আগে সর্তক বার্তা বলে মন্তব্য অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। তবে, স্বীকার করেছেন ব্যাটসম্যানদের ভুল শর্ট খেলা প্রবণতাকেও। সেই সাথে সব ভুল শুধরে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানালেন অধিনায়ক।
স্বল্প দৈর্ঘ্যের ক্রিকেট টি-টোয়েন্টির আন্তর্জাতিক বয়স ১০ পেরিয়েছে। আর এই সময়ে ধূমধড়াক্কার এই ফরম্যাটের বিশ্ব আসর বসেছে ৫ বার। ক্রিকেট বিনোদনে সমর্থকদের হৃদয়ে আলাদা করে জায়গা করে নিয়েছে ২০ ওভারের ম্যাচটি। যদিও, গেলো ১০ বছরে টেস্ট খেলুড়ে দলগুলোর প্রায় সিরিজে টি-টোয়েন্টির একাধিক ম্যাচ রাখলেও, দেখা যায় না বাংলাদেশের সিরিজগুলোতে। কিন্তু, ৮ মাস বাকি পরবর্তী টি-টোয়েন্টি বিশ্ব আসরের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের শ্রীহীন পারফরম্যান্স দিচ্ছে সর্তক বানী। মানছেন অধিনায়ক নিজেই।
মাশরাফি বলেন, টি-টোয়েন্টিতে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। সব বিভাগেই ভালো খেলা উচিত। সেটা করতে হয়তো কিছু সময় লাগবে আমাদের।’শুধু তাই না। ভাবনায় টেবিলে পাড়া মহল্লার খেলোয়াড়দের মতো ফিল্ডিং ও ব্যাটসম্যানদের দায়িত্বহীনতাও কাঠগড়ায়। তাই টি-টোয়েন্টি সিরিজটা বাজে ভাবে হারের কারণ সন্ধানে অধিনায়ক নিজেও। মাশরাফি আরও জানান, আমাদের সিদ্ধান্ত নিতে হয়তো কিছু ভুল ছিলো। ব্যাটিংয়ে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। তবে, ওয়ানডেতে সময়ের সেরা বাংলাদেশকে দেখা যাবে বলে মন্তব্য তার।
এই সংক্রান্ত আরো সংবাদ
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন
নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমেবিস্তারিত পড়ুন