ওয়ানডে সিরিজ ‘লড়াই করেই প্রতিপক্ষকে হারাতে হবে’: তাসকিন
ওয়ানডে সিরিজে যে দলই জিতুক না কেন, লড়াই করেই প্রতিপক্ষকে হারাতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ। এদিকে, টেস্টে ড্র হলেও ভারতের বিপক্ষে ওয়ানডেতে সিরিজ জয়ের লক্ষ্যের কথা জানালেন টাইগার ক্রিকেটার সৌম্য সরকার। পাশাপাশি বিশ্বকাপে ভারতের বিপক্ষে না পাওয়া জয়টাও, ঘরের মাটিতে তুলে নিতে চান উদিয়মান এ অলরাউন্ডার।
সোমবার একটি বেসরকারী কোম্পানীর শুভেচ্ছা দূত হবার অনুষ্ঠানে এ কথা জানান তারা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সৌম্য সরকার বলেন, ‘ওয়ার্ল্ড কাপের সময় মনের মধ্যে ছিল। এখনও মনের মধ্যেই আছে জিনিসটা। হয়তো সেটা ফিল আপ করতে পারলে, মাঠেই প্রকাশ করব। ব্যক্তিগত প্ল্যান সবসময়ই থাকে। বড় প্ল্যানই আছে। মেইন টার্গেট থাকবে মাঠে জেতার জন্য নামব। টিমের জন্য খেলব এবং বড় কিছু করার চেষ্টা করব।’
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ বলেন, ‘যেগুলো হয়ে গিয়েছে, সেগুলো অতীত। যদি এই সিরিজে সুযোগ পাই তাহলে চেষ্টা করব নতুন করে কিছু একটা শুরু করার। সবাই আসলে চেষ্টা করে সবসময় ভাল করার। দিনে দিনে আমরাও উন্নতি করছি এবং কঠোর পরিশ্রম করছি। আশা করছি ভবিষ্যতে আমাদের দুর্বলতাগুলো কাটিয়ে আমরা আরও ভাল করব। ইনশাআল্লাহ ভাল হবে, কারও পক্ষেই জিনিসটা সহজ হবে না। আমরাও চেষ্টা করব ভাল কিছু করার। আশা করছি ভাল একটা কিছু উপহার দেব।’
এই সংক্রান্ত আরো সংবাদ
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন
নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমেবিস্তারিত পড়ুন