ওয়ান ওয়ে মুক্তি পাচ্ছে ২১ অক্টোবর

চলচ্চিত্র নির্মাতা ইফতেখার চৌধুরী ‘ওয়ান ওয়ে’ ছবিটি দেশব্যাপী মুক্তি পাচ্ছে আগামী ২১ অক্টোবর। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘দ্য অ্যাড্রেস’ এই তথ্য নিশ্চিত করেছে।
ছবির নির্মাতা ইফতেখার চৌধুরী জানান, ‘গেল কোরবানির ঈদে ছবিটি মুক্তি দেয়ার কথা ছিল। কিন্তু সার্বিক দিক বিবেচনা করে মুক্তির তারিখ স্থগিত করা হয়। এখন সবকিছু জেনে-বুঝে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ২১ অক্টোবর ‘ওয়ান ওয়ে’ মুক্তি দেওয়া হবে।
‘ওয়ান ওয়ে’ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, চিত্রনায়িকা ববি হক এবং চিত্রনায়ক আনিসুর রহমান মিলন। আকশন-থ্রিলারধর্মী গল্পে নির্মিত হয়েছে ছবিটি। তানজিল আলমের কোরিওগ্রাফিতে ছবিতে রয়েছে পাঁচটি গান।
জানা গেছে, ইংরেজি শব্দ হওয়ায় ‘ওয়ান ওয়ে’ নামটি বদলে যেতে পারে। তবে ছবির নাম পরিবর্তন হলেও এর ট্যাগলাইন হিসেবে ব্যবহার করা হবে ‘ওয়ান ওয়ে; এক রাস্তা’।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন