ওয়ান-ডে জয়ে আত্মবিশ্বাসী তামিম
প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টিতে হারলেও ওয়ানডে জয়ে দারুন আত্মবিশ্বাসী মারকুটে তামিম। টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় টিম বাংলাদেশ কি ম্রিয়মান ? এমন প্রশ্নে তামিম জানান, নিজেদের সেরা ক্রিকেট খেললে যে কোনো দলের বিপক্ষে জেতা সম্ভব, সেই চেষ্টা এবারও করবেন তারা।
তিনি বলেন, “পাকিস্তান, ভারত কোনো দলের বিপক্ষে আমরা জোর গলায় বলিনি, সিরিজ জিতে যাব। বলেছি, আমরা যদি আমাদের কাজটা ঠিকভাবে করি জিততে পারি। একই জিনিস হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও।”
পাশাপাশি দক্ষিণ আফ্রিকাকেও ফেভারিট মানতে নারাজ এই ব্যাটসম্যান। বলেন, “ওরাও কিন্তু বলতে পারবে না আমরা সিরিজ জিতে যাব। ওদেরও ভালো খেলতে হবে।” গত বিশ্বকাপ থেকে বাংলাদেশ ওয়ানডেতে যেভাবে খেলছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সেই একই রকম ধারাবাহিক পারফরম্যান্স দেখতে চান তামিম।
নিজেদের স্বাভাবিক খেলা নিয়ে বলেন, “আমরা যেভাবে সব ঠিকঠাক রেখে খেলে আসছি, সেভাবে খেলতে পারলে ম্যাচ জেতা অবশ্যই সম্ভব। সিরিজ জিতব কি না সেটা পরের ব্যাপার।”
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন