শনিবার, জুলাই ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন সোনিয়া গান্ধী

কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন দলটির নেতা সোনিয়া গান্ধী। শনিবার (৮ জুন) রাজ্যসভায় কংগ্রেসের সংসদ সদস্য প্রমোদ তিওয়ারি এএনআইকে এ তথ্য জানিয়েছেন।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনের সেন্ট্রাল হলে শনিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সংসদীয় দলের চেয়ারপারসন হিসেবে সোনিয়ার নাম প্রস্তাব করেন কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাগড়ে। সেখানে সর্বসম্মতভাবে কংগ্রেস সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন সোনিয়া গান্ধী। এছাড়াও লোকসভার বিরোধী নেতা হিসেবে রাহুল গান্ধীর নাম সর্বসম্মতভাবে পাস করা হয় ওই বৈঠকেই।

বৈঠকে খাগড়ে ও সোনিয়া ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কার্তি চিদাম্বারাম, রাজীব শুক্লাসহ অনেক নেতা। দলপ্রধানের প্রস্তাবের পর তারা সংসদীয় দলের চেয়ারপারসন হিসেবে সোনিয়া গান্ধীকে নির্বাচিত করেন।

ওয়ার্কিং কমিটির বৈঠকের পর কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ জানান, বিকেল পর্যন্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ কংগ্রেস পায়নি। পেলে ‘ইন্ডিয়া’ জোটের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এবার ভোটে উত্তর প্রদেশের জনগণ বিপুল সমর্থন দেওয়ায় ‘ভারত জোড়ো’ যাত্রার মতো এক ‘ধন্যবাদ জ্ঞাপক’ যাত্রা শুরু করা হবে। ১১ থেকে ১৫ জুন রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস নেতারা হাজির হয়ে সমর্থনের জন্য জনগণকে ধন্যবাদ জানাবেন বলে ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সেই যাত্রায় রাহুল ও প্রিয়াঙ্কা অংশ নেবেন কি না, তা স্পষ্ট করে কিছু বলা হয়নি।

এবারের লোকসভা নির্বাচনে ২৩০টির বেশি আসন পেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের দলগুলো। অপর দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেমনটা আশা করছিলেন, সে অনুযায়ী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। লোকসভায় বিজেপির দখলে গেছে ২৪০ আসন। এই আসনসহ দলটির নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে মোট ২৯৩টি আসন। ফলে সরকার গঠনের জন্য মোদিকে এখন এই জোটের অন্য দলগুলোর ওপর ভরসা করতে হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন

একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৫৭বিস্তারিত পড়ুন

কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প

রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে ডান কানে বড় ব্যান্ডেজ নিয়েই অংশবিস্তারিত পড়ুন

  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের
  • ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের
  • প্রথম বিতর্কের পর ট্রাম্পের দিকে ঝুঁকছেন দোদুল্যমান ভোটাররা!
  • রেবন্ত রেড্ডি এবং চন্দ্রবাবু নাইডু বৈঠক নিয়ে নানা জল্পনা
  • স্টারমারের দুঃখ প্রকাশের পরও বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ
  • রিয়াদে সৌদি আরবের সঙ্গে দ্বিতীয় রাজনৈতিক সংলাপে বসছে বাংলাদেশ
  • তুকতাক করার অভিযোগে গ্রেফতার মালদ্বীপের নারী মন্ত্রী
  • আজ লোকসভার স্পিকার নির্বাচন