কঙ্গনার ক্ষমতাবান বন্ধু ভাইজান ওরফে সালমান খান!
বলিউডে বড় কিছু হতে হলে থাকা চাই ক্ষমতাবান বন্ধু। দীর্ঘদিন সেই অভাবে ভুগেছেন গুণী অভিনেত্রী কঙ্গনা রানাউত। তবে এবার ঘোষণা দিলেন, তারও একজন ভালো বন্ধু আছেন। যিনি রীতিমতো কঙ্গনাকে ছবিতে অভিনয়ের জন্য চাপও দেন। তিনি হলেন বলিউডের লেটেস্ট ভাইজান ওরফে সালমান খান।
কঙ্গনার ভাষ্যমতে, ‘কাট্টি বাট্টি’ ছবির চিত্রনাট্য পড়ার পর সালমান তাকেই ফোন দেন। এর পর রীতিমতো জোর করেই কঙ্গনাকে রাজি করান ছবিতে কাজ করার জন্য।
‘‘সালমান কল করে আমাকে চিত্রনাট্যটা দেখতে বলেছে এতেই আমি খুশি। আমি নিউইয়র্কে ছিলাম, তা ছাড়া ‘কুইন’ ও ‘তান্নু ওয়েডস মান্নু’ করার পর নারী-কেন্দ্রিক চিত্রনাট্যের জোয়ারে ভাসছিলাম। আর তখন ওটাই হয়ে পড়েছিল আমার ধ্যানজ্ঞান। ভেবেছিলাম অন্য ধরনের কাজ করবো না।’’ জানালেন কঙ্গনা।
আরও জানালেন, ‘তবে পার্থক্যটা তৈরি করেছে সালমান। সেই আমাকে বলল, ছবিটা আমাকেই করতে হবে। সে আমার বন্ধু আর তাকে আমি বিশ্বাসও করি।’’
কঙ্গনার এ-ক্যাটাগরির এমন বন্ধুর তালিকায় আছেন আরও বিশাল দুই মহারথী- অমিতাভ বচ্চন ও আমির খান।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন