কম্পিউটারের যন্ত্রাংশের এ সপ্তাহের দাম
২৫:৫:২০১৫
প্রসেসর : ইনটেল কোর আই-৩ ৩.৩০ গিগাহার্ডজ (গি.হা.) ৯,৭০০ টাকা;
কোর আই-৫ ৩.২০ গি.হা. ১৬,৫০০ ও কোর আই-৭ ৩.৪০ গি.হা. ২৬,৪০০ টাকা।
পেনটিয়াম ডুয়াল কোর ২.৮ গি.হা. ৫,২০০ টাকা।
মাদারবোর্ড : গিগাবাইট জিএ৪১এমটি-এসটুপি ডিডিআরথ্রি ৫,৬৫০ টাকা;
জি৪১এম কমবো ৫,১০০ ও জিএ-এইচ৭৭ কমবো ১০,৫০০ টাকা।
ইনটেল ডিজি৪১আরকিউ ৪,৬০০ ও ডিজি৪১ডবিউভি ৫,০০০ টাকা।
ফক্সকন এইচ৬১ এমএক্সই-কে ৩,৮০০ টাকা; আসুস বি৭৫এম-এ ৬,৫০০ ও এইচ৬১এম-ই ৫,০০০ টাকা। র্যাম : ডিডিআর-৩ অ্যাপাসার ২ গিগাবাইট (গি.বা.) ১,৬০০ টাকা; এডেটা ৪ গি.বা. ৩,০০০; ট্রানসেন্ড ১ গি.বা. ১,২০০; ২ গি.বা. ১,৭০০ টাকা। হার্ডডিস্ক ড্রাইভ : ওয়েস্টার্ন ডিজিটাল ৫০০ গি.বা. ৪,৬০০ টাকা; হিটাচি ৫০০ গি.বা. ৪,৫০০ ও ১ টেরাবাইট ৬,০০০; স্যামসাং ৩২০ গি.বা. ৩,৭০০ টাকা।
বহনযোগ্য হার্ডডিস্ক : ট্রানসেন্ড ৫০০ গি.বা. ৫,৩০০ টাকা; ৭৫০ গি.বা. ৬,২০০ ও ১ টেরাবাইট ৭,৪০০; ওয়েস্টার্ন ডিজিটাল ৫০০ গি.বা. ৫,৫০০ ও ১ টেরাবাইট ৭,৪০০; এডেটা ৫০০ গি.বা ৫,০০০ ও ১ টেরাবাইট ৭,২০০ টাকা। এলসিডি মনিটর : স্যামসাং ১৭ ইঞ্চি স্কয়ার ৯,৬০০ ও ১৮ ইঞ্চি ওয়াইড ৮,১০০ টাকা; ফিলিপস ১৮.৫ ইঞ্চি ৮,০৫০; ডেল ১৭ইঞ্চি ৯,৬০০; এলজি ১৭ইঞ্চি (স্কয়ার) ৮,৮০০ টাকা।
এলইডি মনিটর : স্যামসাং ১৫.৬ ইঞ্চি ৬,৬০০ ও ২৭ ইঞ্চি থ্রিডি ৬২,৫০০ টাকা; আসুস ১৮.৫ ইঞ্চি ৮,২০০; এলজি ১৬ ইঞ্চি ৬,৫০০, ১৮.৫ ইঞ্চি ৭,৮০০ ও ২১.৫ ইঞ্চি ১২,৮০০ টাকা। গ্রাফিকস কার্ড : গিগাবাইট এইচডি-৬৪৫০ ১ গি.বা. ৪,০০০ টাকা; গিগাবাইট-৫৪৫০ ১ গি.বা. ৩,৪০০; আসুস ইএএইচ-৫৪৫০ ১ গি.বা. ৩,৩০০ ও এইচডি-৫৪৫০ ২ গি.বা. ৪,৫০০ টাকা।
ডিভিডি রাইটার/রি-রাইটার : স্যামসাং ১৬এক্স ১,৭০০ টাকা; আসুস ২৪ এক্স ১,৬৫০ টাকা। কেসিং : স্পেস ১,৯০০ থেকে ৪,০০০ টাকা; গোল্ডেন ফিল্ড ২,০০০ থেকে ৩,০০০; ডিলাক্স ২,১০০ থেকে ৩,৫০০ টাকা; গিগাবাইট ২,১০০। মাউস : এফোরটেক ৩০০ থেকে ২,০০০ টাকা; লজিটেক ৪৫০ থেকে ২,৫০০ টাকা। কিবোর্ড : ৩০০ থেকে ২,৮০০ টাকা ও মাল্টিমিডিয়া ৭৫০ টাকা। স্পিকার : ইডিফেয়ার (২:১) ২,৬০০ টাকা; মাইক্রোল্যাব (২:১) ১,৫০০ থেকে ২,৬০০; ক্রিয়েটিভ এসবিএস (২:১) ৯০০ থেকে ২,১০০ এবং অ্যালটেক ল্যানসিং ১,৪০০ থেকে ৬,০০০ টাকা।
পেনড্রাইভ : ট্রানসেন্ড ৪ গি.বা. ৪৫০ টাকা; ৮ গি.বা. ৫৫০ ও ১৬ গি.বা. ১০০০; অ্যাপাসার ৪ গি.বা. ৪৮০ ও ৮ গি.বা. ৫০০; এডেটা ৮ গি.বা. ৫৫০ ও ৩২ গি.বা. ১,৮০০ টাকা; ভেরিকো ৪ গি.বা. ৫০০ ও ৮ গি.বা. ৭০০ টাকা। প্রিন্টার : ক্যানন আইপি-২৭৭২পিক্সমা ৩,০০০ টাকা; এমপি-২৮৭ ৬,২০০ ও এলবিপি-৩৩০০ ১১,৪০০; এইচপি ডি-১০০০ ২,৬০০ ও লেজার পি-১১০২ ৮,১০০; এপসন এম-১২০০ ৭,২০০; স্যামসাং এমএল ১৮৬৬ (লেজার) ৬,৬০০ টাকা।
এই সংক্রান্ত আরো সংবাদ
![](https://amaderkonthosor.com/wp-content/uploads/2017/12/image-60274-417x350.jpg)
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
![](https://amaderkonthosor.com/wp-content/uploads/2017/11/download-467x350.jpg)
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
![](https://amaderkonthosor.com/wp-content/uploads/2017/10/image-52757-525x350.jpg)
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন