শনিবার, জুলাই ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

কম্প্রেসারের হাওয়ায় নাড়ি ও পাকস্থলী ফেটে যায়, ফুসফুস চুপসে যায় রাকিবের

পৈশাচিক নির্যাতনের শিকার শিশু রাকিবের ময়নাতদন্ত রিপোর্ট জমা দিয়েছেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন। গতকাল দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার এসআই কাজী মোস্তাক আহমেদ খুমেক হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে ময়নাতদন্ত রিপোর্ট গ্রহণ করেন।

রিপোর্টে বলা হয়েছে, মোটরসাইকেলের চাকায় হাওয়া দেয়ার কাজে ব্যবহৃত হয় কম্প্রেসার মেশিন। ওই মেশিন দিয়েই বাতাস দেয়া হয় রাকিবের শরীরে। মলদ্বার দিয়ে দ্রুত বাতাস ঢোকায় ছোট্ট শিশুটির পেটের ভেতরের নাড়ি ও ক্ষুদ্রান্ত্র ফেটে যায়। পেটের ভেতরে শুরু হয় অতিমাত্রায় রক্তক্ষরণ। এ রক্তক্ষরণেই মারা যায় শিশু রাকিব। এ ছাড়া প্রচণ্ড বেগে বাতাস ভেতরে প্রবেশ করায় শিশুটির মলদ্বারও ফেটে যায়। ফুসফুস চুপসে যায়।

দুই হাতের ১০টি আঙুল ও দুই পায়ের গোড়ালিতে জমে যায় রক্ত। এদিকে শিশু রাকিব হত্যার বিচারের দাবিতে গতকাল পঞ্চম দিনের মতো ব্যাপক বিক্ষোভ করা হয়েছে। অন্যদিকে আগামী ২-৩ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠলে মামলার প্রধান আসামি শরীফ ও মিন্টু খানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।
ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, মেশিন দিয়ে মলদ্বারে বাতাস ঢোকানোর ফলে পেটের ভেতর রক্তক্ষরণ শুরু হয়। মূলত অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই রাকিব মারা গেছে।

এ ছাড়া পেটের নাড়ি ও ক্ষুদ্রান্ত্র ফেটে যাওয়া এবং ফুসফুস চুপসে যাওয়ার কথা উল্লেখ রয়েছে প্রতিবেদনে। চিকিৎসক আরও জানান, ময়নাতদন্তের সময় রাকিবের মলদ্বারে রক্ত ও মলদ্বার ফাটা, দুই হাতের ১০টি আঙুল ও দুই পায়ের গোড়ালিতে রক্ত জমা দেখতে পান তিনি। এদিকে মামলার অগ্রগতি সম্পর্কে তদন্ত কর্মকর্তা এসআই কাজী মোস্তাক আহমেদ বলেন, মামলার প্রধান দুই আসামি শরীফ ও মিন্টু খান এখনও প্রিজন সেলে চিকিৎসাধীন। এ মামলার আসামি শরীফ ও মিন্টু খানের সুস্থ হতে আরও ২-৩ দিন সময় লাগবে। এরপর তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী

কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায়  ভয়াবহ রূপ ধারণ করেছে।  মানুষজনবিস্তারিত পড়ুন

সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত

দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন

চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট

প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন

  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
  • নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি
  • হরিজনদের উচ্ছেদ ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ
  • দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস