করন জোহরের সঙ্গে কাজলের সম্পর্ক আগের মত নেই : অজয়

এক সময় করন জোহরের ফিল্ম মানেই অভিনেত্রী হিসেবে বাধা ধরা ছিল কাজলের নাম। কিন্তু সম্প্রতি করন জোহরের চলচ্চিত্রে খুব একটা দেখা যায় না তাকে। তাহলে কি বলিউডের এই বিখ্যাত পরিচালকের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে কাজলের!
এবার অবশ্য বিষয়টা নিয়ে বেশ খোলাসা ভাবেই বললে কাজলের স্বামী আরেক বলিউড তারকা অজয় দেবগান। তিনি জানান, কাজলের সঙ্গে করনের সম্পর্কটা আগের মত নেই।
হিন্দুস্তান টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে অজয় বলেন, এক সময় করনের খুব কাছের বন্ধু ছিল কাজল। কিন্তু ব্যক্তিগত কিছু কারণেই এখন তাদের সম্পর্কটা আগের মত নেই।
কিন্তু কি সেই ব্যক্তিগত কারণ? এ বিষয়ে অবশ্য বিস্তারিত কিছু বলেননি অজয়। তিনি সাক্ষাৎকারটিতে বলেন, আমি তার (করনের) বন্ধু নই। এখন কাজলের সঙ্গে তার আগের মত উষ্ণ সম্পর্ক নেই। এটি ব্যক্তিগত বিষয় … এর সঙ্গে আমাদের কাজের কোন সম্পর্ক নেই। এটি ব্যক্তিগত মন কষ্টের কারণেই হয়েছে। এর সঙ্গে আমাদের ঝগড়ার কোন সম্পর্ক নেই।
এ বছর দিওয়ালির সময় অজয় দেবগান ও করন জোহরের মধ্যে ঝগড়া হয়। এ সময় অজয় তার পরিচালিত ‘শিবায়ে’ নিয়ে আসছে। অন্যদিকে ‘অ্যায় দিল হ্যা মুশকিল’ ছবিতে কাজলের থাকার কথা শোনা গেলেও চলচ্চিত্রটিতে অভিনয় করছে ঐশ্বরিয়া রায় বাচ্চান, আনুশকা শর্মা ও রনবীর কাপুর। মাশালা ডটকম।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন