বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কর্মজীবী সেজে আসে, ব্লগার নিলয় হত্যা

আইনশৃংখলা বাহিনী ব্লগার নিলয় হত্যার তদন্তে ১১টি আলামতকে কাজে লাগাচ্ছে। আর খুনিদের চারজনের ঘাড়ে ও পিঠে ছিল ব্যাগ। তারা এসেছিল কর্মজীবী সেজে। শুক্রবার ছুটির দিন ও জুমার নামাজের সময়কে খুনিরা ব্যবহার করে। প্রত্যেকের ব্যাগে ছিল বাড়তি কাপড়। খুনিরা পোশাক বদল করেই ওই বাড়ি ত্যাগ করে। আর গুরুত্বপূর্ণ আলামত হিসেবে নেয়া হয়েছে খুনিদের রেখে যাওয়া একটি রক্তমাখা হাফহাতা শার্ট, রয়েছে একজনের পায়ের ছাপ, রক্তমাখা কিছু কাপড়, একটি গামছা ও নিলয়ের রক্তের স্যাম্পল। রোববার মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে এফবিআইয়ের তিন সদস্যের একটি দলের বৈঠক হয়েছে। ওই বৈঠকে এফবিআই গোয়েন্দা পুলিশকে জানিয়েছে, যে কোনো কারিগরি সহায়তা দিতে তারা প্রস্তুত আছে। বৈঠকে ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ড নিয়েও আলোচনা হয়।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, আগে ব্লগার হত্যায় নিষিদ্ধ আনসারুল্লাহ বাংলা টিমের স্লিপার সেলের সদস্যের জড়িত থাকার তথ্য ছিল। নিলয় হত্যার ক্ষেত্রে স্লিপার সেলের কয়েকজনকে সন্দেহ করা হচ্ছে। স্লিপার সেলের এরা খুনি হিসেবে কাজ করে। তবে তাদের ধরতে পারলে বিষয়টি স্পষ্ট হবে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের কর্মকর্তারা প্রযুক্তিগত এবং ম্যানুয়াল তদন্ত ছাড়াও পায়ের ছাপ, শার্ট ও গামছার সূত্রকেও কাজে লাগাতে তদন্ত সংস্থাগুলোকে পরামর্শ দিয়েছেন। এ ছাড়া শুক্রবার নিলয় খুনের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে প্রথম পৌঁছায়। তখন পুলিশের কর্মকর্তারা প্রথম তিনজনকে দেখতে পেয়েছেন। এর মধ্যে নিলয়ের স্ত্রী দাবি করা আশামণি, তার বোন তন্বী ও বন্ধু মিঠু ওরফে মিঠুন ছিলেন।

খিলগাঁও থানা পুলিশের পক্ষে এ তিনজনকে জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে। মিঠু কোথায় ছিলেন এবং এতদ্রুত ঘটনাস্থলে কীভাবে এলেন তা জানতে গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করবেন। র‌্যাব, ডিবি পুলিশ ও সিআইডির তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে এসব তথ্য জানা গেছে। তদন্ত সংশ্লিষ্টরা জানান, তদন্তে মনে হচ্ছে, এ খুন উগ্রপন্থীরাই করেছে। কিন্তু বাসাটি কোনো পরিচিত বন্ধু আগে থেকেই দেখিয়ে দিয়েছেন। সে বাসার পথ খুনিরা আগে থেকে অনুসরণ করেছে। পাশাপাশি ওই বাসায় যে চারজন খুনি প্রবেশ করেছিল তাদের প্রত্যেকের ঘাড়ে ও পিঠে ব্যাগ ছিল। তাদের ভাবভঙ্গি এমন ছিল, যেন তারা চাকরিজীবী, আর ছুটির দিনে বাসা দেখতে বের হয়েছেন।

সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তারা বলেন, তদন্ত করতে গিয়ে কয়েকটি প্রশ্ন তাদের বারবার ঘুরেফিরে আসছে। এর মধ্যে হচ্ছে ব্লগার নিলয় নিজেকে নিরাপত্তাহীন মনে করতেন। অথচ ঘটনার দিন তার বাসায় একজন অপরিচিত যুবক প্রবেশ করে ঘোরাঘুরি করে। ওই যুবক ঘর থেকে রান্নাঘর পর্যন্ত হাঁটাচলা করে। বাসাভাড়া না হওয়া সত্ত্বেও তাকে বাসায় প্রবেশ করতে দিয়ে হাঁটাচলা করতে দেয়ার বিষয়টি তাদের ভাবিয়ে তুলছে। এ ছাড়া খুনিদের তিনজনই নিলয়কে কোপাতে থাকে। প্রথমে একজন ও পরে আরও দু’জন তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। আরেকজন অস্ত্র দিয়ে তার স্ত্রী ও শ্যালিকাকে বন্দি করে। তদন্ত কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, খুনিরা এলোপাতাড়ি কুপিয়ে গেলেও সিঁড়ি দিয়ে নামার সময় সিঁড়িতে কোনো রক্তের ছাপ মেলেনি। তার মানে খুনিদের মধ্যে তিনজন ভেতরেই পোশাক বদল ও পরিষ্কার করেছে, অপরজন নিচতলায় এসে পরিষ্কার করে আলামত রেখে যায়।

সংশ্লিষ্টরা তদন্তের পাশাপাশি এসব বিষয় পর্যালোচনা করছেন। শুক্রবার দুপুরে গোড়ানের বাসায় নিলয়কে হত্যার ঘটনায় থানা পুলিশ, র‌্যাব, ডিবি ও সিআইডি যৌথভাবে তদন্ত এবং অনুসন্ধানে নামে। ইতিমধ্যে এফবিআইও এ তদন্তে কারিগরি সহায়তা দিতে চেয়েছে। ডিবি পুলিশের সঙ্গে রোববারের বৈঠকেও এফবিআই তাদের তদন্তে কিছু কলাকৌশলের বিষয় অবগত করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) ডিবির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (পূর্ব) গণমাধ্যমকে জানান, বৈঠকটি মূলত ছিল ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডের তদন্ত সংক্রান্ত বিষয়ে প?ূর্বনির্ধারিত। বৈঠকে এফবিআই কর্মকর্তারা নিলয় হত্যাকাণ্ড সম্পর্কেও জানতে চেয়েছেন। তাছাড়া এ মামলার তদন্তে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন। উপকমিশনার বলেন, আমরাও কোন কোন বিষয়ে এফবিআইয়ের সহযোগিতা নিতে পারি সেগুলো চিহ্নিত করেছি। মামলা চলাকালে সাহায্যের প্রয়োজন হলে তাদের কাছ থেকে কারিগরি প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা নেয়া হবে।

এফবিআইয়ের সঙ্গে ডিবি পুলিশের বৈঠকের পর ডিবির উপকমিশনার মাহবুব আলম বলেন, অভিজিৎ হত্যাকাণ্ডের ১১টি আলামত পরীক্ষার প্রতিবেদন এফবিআইয়ের কাছ থেকে শিগগিরই পাওয়া যাবে বলে আশা করছি। ফেসবুক বা ব্লগে লেখার কারণে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি বা গোষ্ঠী এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তকাজ আরেকটু এগোলে এ বিষয়ে আরও জানা যাবে। আবার অন্য কোনো কারণ আছে কিনা সেদিকেও গুরুত্ব দেয়া হচ্ছে।

নিলয় হত্যাকাণ্ড ছাড়াও অন্যান্য ব্লগার হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, ওয়াশিকুর রহমান বাবুর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতারে অগ্রগতি হয়েছে। অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারেও অগ্রগতি হবে বলে আশা করছি। নিলয় হত্যা প্রসঙ্গে তিনি জানান, প্রাথমিক পর্যায়ে ক্রাইম সিন থেকে এভিডেন্স পাওয়ার পর সেগুলো পরীক্ষা করে প্রমাণসাপেক্ষে আসামি ধরতে ব্যবহার করা হয়। এ ধরনের অনেক ক্লু পাওয়া গেছে। আশা করি, মামলার অগ্রগতিতে কাজ করবে। ঘটনাস্থল থেকে রক্তমাখা যে শার্টটি উদ্ধার করা হয়েছে, সেটি হত্যাকারীদের একজনের বলে নিশ্চিত হওয়া গেছে।

দায় স্বীকারকারী সংগঠনটির ব্যাপারে ডিবির ডিসি মাহবুব আলম বলেন, মেইলটি বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে সেটি নিশ্চিত হয়েছি। অভিজিৎ হত্যাকাণ্ডের পর আনসার আল ইসলাম দায় স্বীকার করে। আগে অন্যান্য সংগঠন দায় স্বীকার করলেও এ সংগঠনটি এবারই প্রথম। বিচ্ছিন্ন কোনো গোষ্ঠী বা দল বা নতুন কোনো সংগঠন আত্মপ্রকাশ করে এ নাম দিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, আগে ব্লগার হত্যায় যে কৌশল গ্রহণ করা হয়েছিল একই কৌশলে নিলয়কে হত্যা করা হয়। তিনি বলেন, আমরা সব ধরনের ক্লু পর্যালোচনা করছি। কোনো ক্লুই খাটো করে দেখার সুযোগ নেই। এ গোয়েন্দা কর্মকর্তা বলেন, পারিবারিক কোনো অভিযোগ থাকলে তাও গুরুত্ব দেয়া হচ্ছে।

র‌্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদ বলেন, বেশ কয়েকটি ক্লু হাতে নিয়ে আমরা এগোচ্ছি। উগ্রপন্থী কায়দায় নিলয়কে খুন করা হলেও এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটিও তদন্তে প্রাধান্য পাচ্ছে। নিহত হওয়ার আগে ব্লগার নিলয়ের পক্ষে থানায় সাধারণ ডায়েরি (জিডি) না নেয়ার ঘটনায় শনিবার তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) তারেক বিন রশিদকে। কমিটির অন্য সদস্যরা হলেন- সহকারী কমিশনার (এসি) মো. নুর আলম ও কাজী ফরিদ হোসেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়া মো. মুস্তাফিজ ভুইয়া জানান, তদন্তে নিয়োজিত সংস্থাগুলোকে তিনি জানিয়েছেন যে ঘটনার পরপরই সেখানে মিঠু ওরফে মিঠুন নামে এক যুবককে তিনি দেখেছেন। তিনি নিলয় ও আশামণির পারিবারিক বন্ধু বলে পরিচয় দেন। কিন্তু এ লোকটি ঘটনার পরপরই গোপনে চলে যান। তিনি বলেন, মিঠু কার কাছে কীভাবে খবর পেয়ে গোড়ানের বাসায় এসেছিল তা জানা দরকার। পাশাপাশি আশামণি তা অস্বীকার করার বিষয়টি রহস্যজনক। ডিবির ইন্সপেক্টর নিবারণ চন্দ্র বলেন, আমরা মিঠুর বিষয়টিকেও প্রাধান্য দিচ্ছি।

সিআইডির ক্রাইম সিন টিমের ইন্সপেক্টর মুর্তজা কবীর যুগান্তরকে বলেন, তদন্তে আলামতগুলো খুবই গুরুত্বপূর্ণ। এসব আলামতের মধ্যে শার্ট কার পরনে ছিল ডিএনএ নমুনার সঙ্গে সন্দেহভাজনের ডিএনএ মিলিয়ে দেখা যেতে পারে। তিনি বলেন, খুনিরা তাদের পরনের জন্য বাড়তি পোশাক নিয়ে এসেছিল। তাদের সবার কাঁধে ব্যাগও ছিল। এরা কর্মজীবীর রূপ নিয়ে বাসায় প্রবেশ করে। তদন্তে নিয়োজিত ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, খুনিরা যে যার মতো কুপিয়ে নিলয়কে মৃত্যু নিশ্চিত করেছে। কেউ ডান দিকে কেউ বাম দিকে কোপায়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডানহাতি বা বামহাতি খুনির বিষয়টি একমাত্র মেডিকেল প্রতিবেদনের পরই বলা যাবে।

গ্রামের বাড়িতে শেষকৃত্য সম্পন্ন : পিরোজপুর প্রতিনিধি জানান, ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়ের লাশ তার গ্রামের বাড়ি পিরোজপুরের সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা গ্রামে শনিবার রাত সোয়া ১০টায় পৌঁছে। এ সময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় প্রিয় নিলয়কে শেষবারের মতো একনজর দেখতে নিলয়ের গ্রামের বাড়িতে নামে মানুষের ঢল। শনিবার রাত প্রায় সাড়ে ১২টার দিকে বাড়ির শ্মশানঘাটে নিলয়ের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এ সময় ঠাকুর বাড়িতে মা অর্পণা চট্টোপাধ্যায়, বাবা তারাপদ চট্টোপাধ্যায় ও ছোট বোন জয়শ্রী চট্টোপাধ্যায়সহ স্বজনদের আহাজারিতে এক বেদনা-বিদুর পরিবেশের সৃষ্টি হয়। একমাত্র বোন জয়শ্রী ভাইয়ের শত্রুহীনতার কথা বলে হত্যাকারীদের বিচার দাবি করেছেন। নিলয়ের শেষকৃত্য অনুষ্ঠানের সময় সেখানে পিরোজপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, কামরুজ্জামানসহ পুলিশের ২৫-৩০ জন সদস্য উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন

নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন

  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
  • চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
  • নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ