কলকাতার হিরো ‘জিৎ’ ঢাকায় কিন্তু গণমাধ্যমকে দিবেন না!
যৌথ প্রযোজনার সিনেমায় কাজ করার লক্ষ্যে পশ্চিমবঙ্গের তারকারা যতবারই বাংলাদেশে এসেছেন গণমাধ্যমকে সময় দিয়েছেন, গণমাধ্যমের সাহায্যে ভক্তদের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন, ভক্তরাও প্রিয় তারকার অনুভূতির কথা জানতে পেরেছে। কিন্তু জিৎ সে সুযোগ দিলেন না।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজের প্রযোজনায় ‘বাদশা দ্য ডন’ সিনেমায় কাজ করতে শনিবার ঢাকায় আসেন। বাবা যাদবের পরিচালনায় টানা পাঁচ দিন ঢাকার বেশ কয়েকটি স্থানে সিনেমার দৃশ্য ধারণ করা হয়। পুরোটা সময় গণমাধ্যমকে এড়িয়ে চলেছেন জিৎ। শুধু তাই নয়, তাকে ঘিরে ছিল নিরাত্তা বেষ্টনী। অবশেষে সবার নজর এড়িয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার উদ্দেশ্যে তিনি ঢাকা ছেড়েছেন বলে নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার প্রধান র্নিবাহী আলিমুল্লাহ খোকন।
টালিগঞ্জের এ তারকার এভাবে হঠাৎ ঢাকা ছাড়ার কারণ কি তা জানতে চাইলে খোকন বললেন, “ প্রথম থেকেই জিৎ-এর ইচ্ছে ছিল সিনেমার শুটিং শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার। কারণ তার বক্তব্য হলো, সিনেমার দৃশ্য ধারণকালে আমি সিনেমার পুরো গল্প সম্পর্কে তাদেরকে তেমন ভালোভাবে বলতে পারবো না। কিন্তু সিনেমার কাজ চূড়ান্তভাবে শেষ হওয়ার পর তাদের মুখোমুখি হলে ‘বাদশা’ নিয়ে তাদের সব ধরনের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। তাই আগে সিনেমার দৃশ্য ধারণের কাজ শেষ করি। তারপরে ‘বাদশা’ সিনেমার মুক্তির আগে বাংলাদেশের সব সাংবাদিক বন্ধুদেরকে সিনেমা সর্ম্পকে বলতে চাই এবং সিনেমার প্রচারণার জন্য তাদেরকে সাক্ষাৎকারও দেবো।”
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন