কলকাতা কাপানো জিৎ সম্পর্কে একি বললেন ফারিয়া!

কলকাতার সুপারস্টার জিৎ যে ক’বছর ধরে অভিনয় করছেন সে ক’বছর নাকি বাংলাদেশের আলোচিত মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়ার বয়স! এমনটা বললেন ফারিয়া নিজেই তার মুখে।
জানা গেছে, বাংলাদেশের জাজ মাল্টি মিডিয়া ও কলকাতার এস কে মুভিজের যৌথ প্রযোজনার ছবি ‘বদশা’তে অভিনয় করছেন জিৎ। এ জন্য গত ৪ দিন ধরে বাংলাদেশে আছেন জিৎ। এ ছবিতে তার নায়িকা নুসরাত ফারিয়া।
সূত্র বলছে, একটানা সাতদিন শুটিং শেষে কলকাতা ফিরে যাবেন জিৎ। এরমধ্যে আগামী ২৭ মার্চ একই ছবির শুটিং এর জন্য বাংলাদেশ থেকে কলকাতা যাবেন ফারিয়া।
এদিকে জিৎ প্রসঙ্গে বলতে গিয়ে নুসরতা ফারিয়া বলেন, ‘জিৎ দার ক্যারিয়ারের বয়স যত হবে আমার বয়স তত হবে। তার মানে হচ্ছে জিৎ দার ক্যারিয়ারের বয়সী আমি। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমার। আর চলচ্চিত্রে প্রতিনিয়তই কিছু না কিছু শিখছি। তাই এবারেও নতুন কিছু শেখার ইচ্ছে আছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন