কসাইদের প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের সকল কসাইকে দক্ষ ও কর্ম উপযোগী করতে প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিষয়টি সাংবাদিকদের জানান।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বলেছেন দেশের চামরা শিল্পে আরো উন্নয়ন করতে হবে। আমরা চামরাকে সঠিক ভাবে কাজে লাগাতে কসাইদের প্রশিক্ষণ দিব। কারণ কসাইরা সঠিক ভাবে চামরা খসাতে পারলে গুণগত মান নষ্ট হয়না। কসাইদের প্রশিক্ষণের সাথে সাথে তাদের এ কাজে আধুনিক করা হবে।
মুস্তফা কামাল বলেন, আজকে প্রধানমন্ত্রী ৮ টি প্রকল্প অনুমোদন দিয়েছেন, সব প্রকল্পর গুরুত্ব রয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে আমরা সবাই লাভবান হব। ৮টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪৮৮ কোটি ২০ লাখ টাকা।
৮ প্রকল্পর মধ্যে সব থেকে বড় প্রকল্প হল, বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০ টি যাত্রীবাহী কোচ সংগ্রহ প্রকল্প। যাত্রী সেবার মান বাড়াতে রেলের জন্য কেনা হচ্ছে ২০০টি যাত্রীবাহী কোচ। মিটারগেজ (এমজি) যাত্রীবাহী এসব কোচ কিনতে মোট ব্যয় ধরা হয়েছে ৯২৭ কোটি ৫১ লাখ টাকা। এর মধ্যে চীন থেকে পাওয়া যাবে ৭১৩ কোটি ৫১ লাখ টাকা। আর সরকারের নিজস্ব তহবিল থেকে ২১৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
বর্তমানে রেলওয়েতে এক হাজার ১৬৫টি এমজি যাত্রীবাহী কোচ রয়েছে। এর মধ্যে মেকানিক্যাল কোড অনুযায়ী আয়ুষ্কাল পার হওয়া ৪৫৬টি কোচসহ ৫৯১টি কোচ বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি নিয়ে চলাচল করছে। ফলে যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করা যাচ্ছে না। এ জন্য প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।
প্রসঙ্গত, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সরকার লোকোমোটিভ সংগ্রহের প্রক্রিয়াও গ্রহণ করেছে, যার মধ্যে জাইকার সহায়তায় ১১টি, বিশ্বব্যাংকের সহায়তায় ১০টি এবং ভারত সরকারের ঋণ সহায়তায় ১০টি লোকোমোটিভ সংগ্রহ করা হবে।
প্রায় দুই দশক ধরে লোকোমোটিভ, কোচ, ওয়াগন ক্রয়ের প্রকল্প নিয়েও বাংলাদেশ রেলওয়ের যাত্রীবাহী কোচ সংকটের সমাধান হয়নি। মেরামতকৃত কোচের সংখ্যা বৃদ্ধি পেলেও নতুন কোচ কেনার প্রকল্পও থেমে নেই।
চলমান ১০ প্রকল্পের মাধ্যমে মোট এক হাজার ১৬০টি লোকোমোটিভ, কোচ ও ওয়াগন কেনার কথা, যার জন্য মোট অর্থ বরাদ্দ রয়েছে ছয় হাজার ৩০০ কোটি টাকা। প্রকল্পগুলো ২০০৭ সালে ও ২০১০ সালে শুরু হয়েছে, কিন্তু আজও শেষ হচ্ছে না।
এই সংক্রান্ত আরো সংবাদ
আড়াই বছর পর কারাগার থেকে বের হলেন পি কে হালদার
বাংলাদেশে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত প্রশান্ত কুমার (পি কে) হালদার ভারতেরবিস্তারিত পড়ুন
আয়কর রিটার্ন জমার সময় আবারও এক মাস বাড়লো
ব্যক্তি শ্রেণির করদাতাদের ২০২৪-২৫ করবর্ষেরর আয়কর রিটার্ন দাখিলের সময় আরওবিস্তারিত পড়ুন
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বিজিবির সাবেক মহাপরিচালক মইনুলকে
বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তৎকালীন বাংলাদেশ রাইফেলস-বিডিআরেরবিস্তারিত পড়ুন