কস্তার গোলে শীর্ষে চেলসি
দিয়েগো কস্তার একমাত্র গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে চেলসি। রবিবার রাতে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ মিডলসব্রোকে ১-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে ব্লুজরা। মিডলসব্রোরে মাঠে আতিথেয়তা নেয় চেলসি। শুরু থেকে একটু অগোছালো খেললেও সময়ের সঙ্গে সঙ্গে সেটি কাটিয়ে ভালোভাবে ম্যাচে ফিরে আন্তোনিও কন্তের দল।
ম্যাচের ৪১ মিনিটে চেলসিকে এগিয়ে দেন কস্তা। এডেন হ্যাজার্ডের কর্নার থেকে দারুণ শটে প্রতিপক্ষের জাল ভেদ করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। চলমান মৌসুমে এটি তাঁর ১২তম গোল। ৪৬ মিনিটে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি চেলসি তারকা মার্কোস আলোনসো। তাঁর করা দুর্বল শট রুখে দেন মিডলসব্রোরে গোলরক্ষক ভিক্টোর ভালদেস।
৬১মিনিটে দাভিদ লুইসের পা ঘুরে বল পান পেদ্রো। কিন্তু তাঁর শট আটকে দেয় বেরসিক গোলপোস্ট। এরপর একাধিক আক্রমণ চালিয়েও গোলের দেখা পাননি চেলসি। তবে মিডলসব্রোও থেমে থাকেনি। সুযোগ বুঝে চেলসির রক্ষণ ভাঙার চেষ্টা চালায় তারা। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের রুদ্ধশ্বাস জয় নিয়েই মাঠ ছাড়ে চেলসি।
এনিয়ে চলমান লিগে নবম জয় তুলে নিল চেলসি। পয়েন্ট টেবিল বলছে, দারুণ অবস্থানে দলটি। এই মুহূর্তে ২৮ পয়েন্ট নিয়ে সবার উপরে স্থান করে নিয়েছে চেলসি। বিপরীতে ম্যাচ হেরে খালি হাতেই ফিরল মিডলসব্রো। ১৫ নম্বর স্থানে থাকা তাদের পয়েন্ট ১১।
২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল। আর তিনে জায়গা হয়েছে দ্বিতীয় ও ম্যানচেস্টার সিটির। চতুর্থ স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ২৫। এক পয়েন্ট কম নিয়ে পাঁচে রয়েছে টটেনহ্যাম হটস্পার। ষষ্ঠ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ১৯।
উল্লেখ্য, আগামী শনিবার ঘরের মাঠ স্টাম্পফোর্ড ব্রিজে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে মাঠে নামবে চেলসি।
এই সংক্রান্ত আরো সংবাদ
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন