কাউকে ছাড় নয় মহাসড়কে জনদুর্ভোগ হলে : পরিবহণ ও সেতুমন্ত্রী
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওরায়দুল কাদের জানিয়েছেন, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের নির্মাণ কাজও প্রায় শেষ।
এ জন্যে এবার ভোগান্তি হবে না। সাম্প্রতিক সময়ে বৃষ্টিতে কোনো কোনো সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্যে আমাদের কর্মকর্তাসহ সবাই সড়কে আছি। ঈদ পর্যন্ত সড়কে থাকবো। যদিও সড়কে তেমন সংকট নেই।”
তিনি বলেন, এবার ঈদে কোনো অবস্থায় জনতার দুর্ভোগ হতে দেয়া যাবে না, যেকোনো মূল্যে মানুষের বাড়িতে আসা- যাওয়া স্বস্তি দায়ক করতে হবে। এবার রাস্তার জন্য কোনো দুর্ভোগ হবে না, হলে কাউকে ছাড় দেয়া হবে না। সারা দেশের সড়ক-মহাসড়ক এবার অতীতের চেয়ে ভালো।
শনিবার সকালে গাজীপুরের টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকায় এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগে সাধারণ সম্পাদক সৈয়দ আশারাফের বিষয় নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা আওয়ামী লীগ ও মন্ত্রী পরিষদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। তিনি দল ও দেশের স্বার্থে যাকে যখন যেখানে প্রয়োজন সেখানেই রাখবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
আড়াই বছর পর কারাগার থেকে বের হলেন পি কে হালদার
বাংলাদেশে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত প্রশান্ত কুমার (পি কে) হালদার ভারতেরবিস্তারিত পড়ুন
আয়কর রিটার্ন জমার সময় আবারও এক মাস বাড়লো
ব্যক্তি শ্রেণির করদাতাদের ২০২৪-২৫ করবর্ষেরর আয়কর রিটার্ন দাখিলের সময় আরওবিস্তারিত পড়ুন
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বিজিবির সাবেক মহাপরিচালক মইনুলকে
বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তৎকালীন বাংলাদেশ রাইফেলস-বিডিআরেরবিস্তারিত পড়ুন