কারারক্ষীর ওপর দুর্বৃত্তদের হামলা

ফরিদপুর জেলা কারাগারের কারারক্ষী আছাদুজ্জামানকে (৪০) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
বুধবার বেলা পৌণে দুটার দিকে ফরিদপুরের প্রধান ডাকঘর সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
আহত কারারক্ষী আছাদুজ্জামান নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা আব্দুল মালেক বিশ্বাসের ছেলে। গত একবছর ধরে আছাদুজ্জামান ফরিদপুর জেলা কারাগারে কর্মরত আছেন।
তবে দুর্বৃত্তদের হামলায় আহত হওয়ার বিষয়টি অস্বীকার করে কর্তৃপক্ষের দাবি, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কারারক্ষী আহত হয়েছে।
নির্ভরযোগ্য সূত্র জানায়, দুপুর পৌণে দুটার দিকে আদালতে দাপ্তরিক কাজ শেষ করে জেলা কারাগারে ফিরছিলেন কারারক্ষী আছাদুজ্জামান ও তার সহকর্মী জাহিদুল ইসলাম। কারাগার থেকে ৪শ’ গজ দূরে ডাকঘরের কাছে পৌঁছলে দুর্বৃত্তরা আছাদুজ্জামানের পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তার পিঠের ডান পাশের উপরের দিকে প্রায় ৫/৬ ইঞ্চি লম্বা ক্ষত হয়।
আঘাতের ধরণ দেখে ধারনা করা হচ্ছে, ব্লেড বা ধারালো খুর দিয়ে আছাদুজ্জামানকে আঘাত করা হয়েছে। পরে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
এদিকে ঘটনা জানতে চাইলে ফরিদপুরের জেল সুপার হামলার কথা স্বীকার করেননি। তবে বিষয়টি গোপন করার চেষ্টা ছিল কারা কর্তৃপক্ষের। আহত আছাদুজ্জামানের সঙ্গে কথা বলা হলেও তিনিও হামলার বিষয়টি এড়িয়ে যান।
এই সংক্রান্ত আরো সংবাদ

ফরিদপুরে সাত বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষণকারী আটক
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় সাত বছরেরবিস্তারিত পড়ুন

ফরিদপুরে প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২
ফরিদপুরে প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণির এক ছাত্রীকে দলবেঁধে ধর্ষণেরবিস্তারিত পড়ুন

নদীতে ডুবে প্রাণ গেল চার শিশুর
ফরিদপুরের নগরকান্দায় কুমার নদে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজবিস্তারিত পড়ুন