কাশ্মীরে সক্রিয় ২০০ জঙ্গি!
ভারত-পাকিস্তান সীমান্তবর্তী কাশ্মীরে প্রায় ২০০ জঙ্গি সক্রিয় রয়েছে। যাদের মধ্যে এ বছরই সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছে ১০৫ জন। বুধবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় একথা জানিয়েছেন রাজ্যে রাজ্যে স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী হংসরাজ গঙ্গারাম আহির। খবর আজকালের।
তিনি বলেন, ‘কাশ্মীরে জঙ্গিদের অনুপ্রবেশ রুখতে কেন্দ্র সরকারের পাশাপাশি, রাজ্য সরকারও নানা ব্যবস্থা নিয়েছে। আন্তর্জাতিক সীমান্ত বরাবর নিরাপত্তা চাদরে ঘেরা হয়েছে। এমনকি বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যাতে সন্দেহজনক কিছু ঘটলেই, নিরাপত্তাবাহিনী সতর্ক হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও কাশ্মীরে জঙ্গিদের উৎপাত একটুও কমেনি। প্রায় প্রতিদিনই নিত্য নতুন পথে সীমান্ত পেরিয়ে রাজ্যে প্রবেশ করছে তারা।
তদন্ত রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র এ বছর সেপ্টেম্বর পর্যন্ত ১০৫ জঙ্গি প্রবেশ করেছে। বর্তমানে প্রায় ২০০ সশস্ত্র জঙ্গি সক্রিয় সেখানে।’
এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘উন্নত প্রযুক্তি ব্যবহার করে সীমান্তে অনুপ্রবেশ ঠেকানোই সরকারের মূল উদ্দেশ্য। এর জন্য ভারত–পাকিস্তান এবং ভারত–বাংলাদেশ সীমান্তে উন্নত ধরণের ক্যামেরা, সেন্সর নেটওয়ার্ক বসানোর প্রস্তাব গৃহীত হয়েছে। খুব শিগগির কাজ শুরু হবে।’
গত জুলাই মাসে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই উত্তপ্ত কাশ্মীর। পরিস্থিতি অশান্ত করতে পাকিস্তান থেকে দলে দলে সেখানে এসে ঘাঁটি গেড়েছে জঙ্গিরা।
আহিরের দাবি, গত দু’বছরে কাশ্মীরে ২,০৬৯ বার বিক্ষোভ হয়েছে। যার মধ্যে ৬২৭টি বারামুল্লায়, ৫০৭টি শ্রীনগরে, ৩০২টি পুলওয়ামা এবং ২৬১টি অনন্তনাগে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন