কুমিল্লায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু

কুমিল্লায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় দাউদকান্দির উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দু’জনই মারা যান।
সোমবার বিকেলে দাউদকান্দি ও তিতাস উপজেলায় এ ঘটান ঘটে। নিহতরা হলেন- লক্ষীপুরের কমলনগর থানার দক্ষিণ জগবন্ধু গ্রামের আবদুল কাদের মিয়ার ছেলে মো. বাবুল (২২) ও কুমিল্লার তিতাস উপজেলার মটুপী গ্রামের মো. ইসলাম মোল্লার ছেলে মো. রাসেল (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়-বৃষ্টিতে দাউদকান্দি উপজেলার গৌরীপুর চরমোহাম্মদী গ্রামে গোমতী নদীর পাড়ে ড্রেজারে বালু তোলার কাজ করছিলেন বাবুল। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, তিতাস উপজেলার মটুপী গ্রামে ফসলি জমিতে কাজ করছিলেন ইসলাম মোল্লা। বজ্রপাতে তিনিও গুরুতর আহত হন। তাকেও গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন

চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫
কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেরবিস্তারিত পড়ুন

টাকার বিনিময়ে স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দেন স্বামী, অতঃপর…
কুমিল্লায় ৫ হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে তিন ধর্ষকের হাতে তুলেবিস্তারিত পড়ুন