কুড়িগ্রামে ওষুধ ব্যবসায়ীর লাশ উদ্ধার

কুড়িগ্রামে শহরে হাত বাধা অবস্থায় এ এস এম সায়েম (৩৫) নামে এক ওষুধ ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে শহরের ভোকেশনাল মোড়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সায়েম নাজিরা মিয়াপাড়া গ্রামের মোহাম্মদ আলীর পুত্র ।
পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠায়। পাশের দোকানের ব্যবসায়ী জিতু জানান, সায়েম বুধবার দুপুর পর্যন্ত দোকান করার পর বন্ধ করে দেন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না যাওয়ায় এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে তার ছোট ভাই অ্যাডভোকেট শিথিল দোকানের সাটার খুলে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
সায়েমের হাত পিছনে বাধা ছিল। এলাকাবাসীর ধারনা তাকে কেউ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ জমির উদ্দিন জানান, হত্যা না আত্মহত্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ

কুড়িগ্রামে তিন উপজেলার ৫০ হাজার মানুষ পানিবন্দি
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলার ও তিস্তার পানি বেড়ে যাওয়ায় জেলার তিনবিস্তারিত পড়ুন
কুড়িগ্রামে সড়ক অবরোধ প্রত্যাহার
কুড়িগ্রামে মটর মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসীরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রীর সঙ্গে পরকীয়া, জামায়াত নেতাকে গণধোলাই
কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্কুলছাত্রীর সঙ্গে পরকীয়া হাতেনাতে ধরা পড়ার পর একবিস্তারিত পড়ুন